অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা জ্যাকির
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:০৬, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২৯, ১১ অক্টোবর ২০২৫
জ্যাকি শ্রফ তার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন একটি ভিডিও মোন্টাজ—যেখানে ফুটে উঠেছে অমিতাভ বচ্চনের অসংখ্য স্মরণীয় চরিত্রের ছবি। ‘অ্যাংরি ইয়াং ম্যান’ থেকে শুরু করে চিরসবুজ সুপারস্টার—সব রূপেই যেন এক জীবন্ত ইতিহাস।
ভিডিওটিতে দেখা গেছে, ‘দেওয়ার’, ‘ডন’, ‘কুলি’, ‘কভি কভি’, ‘দ্য গ্রেট গ্যাম্বলার’-সহ বহু ছবির আইকনিক মুহূর্ত। ক্যাপশনে জ্যাকি লিখেছেন—“মাই রেসপেক্ট অলওয়েজ!” অর্থাৎ ‘আমার চিরন্তন শ্রদ্ধা।’ তার শুভেচ্ছাবার্তায় ব্যাকগ্রাউন্ডে বাজছিল অমিতাভ ও ফারহান আখতারের গাওয়া জনপ্রিয় গান ‘অতরঙ্গি ইয়ারি’—যা ২০১৫ সালের চলচ্চিত্র ‘ওয়াজির’-এর সংগীত।
জ্যাকি শ্রফ ও অমিতাভ বচ্চন একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে—যেমন ‘অকেলা’, ‘কোহরাম’ এবং ‘অগ্নি বর্ষা’। সহশিল্পী হিসেবে তাঁকে সবসময় শ্রদ্ধা করেছেন জ্যাকি, যা এই জন্মদিনের শুভেচ্ছায়ও স্পষ্ট।
পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ২০০টিরও বেশি চলচ্চিত্রে। ‘আনন্দ’, ‘জঞ্জির’, ‘রোটি কপড়া অউর মকান’ থেকে শুরু করে ‘শোলে’, ‘অমর অক্তর অ্যান্থনি’, ‘সিলসিলা’, ‘মর্দ’—প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন।
১৯৯০–এর দশকে সংক্ষিপ্ত বিরতির পর ‘মোহাব্বতেঁ’ ছবির মাধ্যমে তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। পরবর্তীকালে ‘ব্ল্যাক’, ‘পা’, ‘পিকু’, ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘ব্রহ্মাস্ত্র’ ও সাম্প্রতিক ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’-তে তার অভিনয় দর্শককে আবারও মুগ্ধ করেছে।
অমিতাভ বচ্চন পেয়েছেন ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মান, আর ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘লেজিওন অব অনার’।
বর্তমানে তিনি জনপ্রিয় কুইজভিত্তিক অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালক হিসেবে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন।
