রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

‘বিগ বি’-র জনপ্রিয় ছবি ‘ঝুন্ড’-এ অভিনয়

অমিতাতের সহ-অভিনেতা খুন! 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:১২, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৫, ১০ অক্টোবর ২০২৫

অমিতাতের সহ-অভিনেতা খুন! 

বলিউডে নতুন সূর্যোদয়ের মতো উঠছিলেন তরুণ অভিনেতা প্রিয়াংশু, যিনি পরিচিত ছিলেন ‘বাবু রবি সিং ছেত্রী’ নামেও। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই নজর কেড়েছিলেন দর্শক ও সমালোচকদের। ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে নাগরাজ মঞ্জুলে পরিচালিত ‘ঝুন্ড’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যৎ থেমে গেল হঠাৎই— মাত্র ২১ বছর বয়সে খুন হলেন এই উঠতি অভিনেতা।

ভারতীয় পুলিশ বলেছে, বুধবার ভোররাতে মহারাষ্ট্রের নাগপুরে মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসার জেরে খুন হন প্রিয়াংশু। অভিযুক্ত বন্ধু ধ্রুব লালবাহাদুর সাহুকে (২০) ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। প্রায়ই একসঙ্গে মদ্যপান করতেন তারা। মঙ্গলবার গভীর রাতে দুজনই সাহুর মোটরবাইকে চেপে নাগপুরের জারিপাটকা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে বসেন মদ্যপান করতে। সেখানে কোনও কারণে তর্ক শুরু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রিয়াংশু নাকি ধ্রুবকে হুমকি দেন। পরে ঘুমিয়ে পড়েন প্রিয়াংশু। সেই সময় ধ্রুবের মনে আশঙ্কা জাগে যে, প্রিয়াংশু তাকে ক্ষতি করতে পারে। এই ভয় থেকেই সে প্লাস্টিক তার দিয়ে প্রিয়াংশুর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা আধশোয়া ও আধনগ্ন অবস্থায় প্রিয়াংশুর দেহ উদ্ধার করেন। তার শরীরে প্লাস্টিক তারের গভীর দাগ ও আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গেই তাকে মায়ো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুরো বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেক অভিনেতা ও পরিচালক সামাজিক মাধ্যমে প্রিয়াংশুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

‘ঝুন্ড’ (২০২২) ছিল প্রিয়াংশুর অভিনয় জীবনের মাইলফলক। বাস্তব জীবনের ফুটবল কোচ বিজয় বারসে-র অনুপ্রেরণায় নির্মিত এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে। নাগরাজ মঞ্জুলের পরিচালনায় গড়ে ওঠা সিনেমাটি ভারতের স্লাম এলাকার তরুণদের সংগ্রাম ও সমাজে নিজেদের প্রমাণ করার গল্প বলে। সেই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে প্রিয়াংশু দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

তরুণ অভিনেতা প্রিয়াংশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বলিউডের বিভিন্ন মহল। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “প্রিয়াংশু ছিল অত্যন্ত প্রতিভাবান, সামনে তার অনেক পথ ছিল। এমন নৃশংস মৃত্যু মেনে নেওয়া যায় না।”

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র