কৌন বনেগা ক্রোড়পতি ১৭
অমিতাভের আগাম জন্মদিন উদযাপন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:১৯, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৬, ৬ অক্টোবর ২০২৫
ভারতের জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’–এর মঞ্চ এবার পরিণত হলো নস্টালজিয়া ও শ্রদ্ধার এক আবেগঘন মঞ্চে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন যখন নিজের বিখ্যাত ‘জঞ্জির’ ছবির সংলাপ আবারো উচ্চারণ করলেন, তখন করতালিতে মুখর হয়ে উঠল গোটা স্টুডিও। পাশে বসা জাভেদ আখতার ও ফারহান আখতার উঠে দাঁড়িয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন ৮২ বছর বয়সী এই মহাতারকাকে।
অমিতাভের জন্মদিনে বিশেষ পর্ব
কৌন বনেগা ক্রোড়পতি–র আসন্ন পর্বটি সম্প্রচারিত হবে অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন উপলক্ষে।
প্রোমো ভিডিওতে দেখা গেছে, অমিতাভ বচ্চন উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন অতিথি জুটি জাভেদ ও ফারহান আখতারকে। এরপর কেক কেটে তিনজন একসঙ্গে উদ্যাপন করেন সেই বিশেষ মুহূর্তটি।
কিন্তু অনুষ্ঠানের আসল আকর্ষণ আসে যখন অমিতাভ আবারো তার ১৯৭৩ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘জঞ্জির’–এর কিংবদন্তি সংলাপটি বলেন—
“যতক্ষণ না বসতে বলা হচ্ছে, দাঁড়িয়ে থাকো—এটা পুলিশ স্টেশন, তোমার বাবার বাড়ি নয়।”
তার সেই পুরোনো তেজ, কণ্ঠের গভীরতা ও চোখের ভাষা যেন দর্শকদের ফিরিয়ে নিয়ে গেল সত্তরের দশকের সেই সিনেমা যুগে।
সংলাপ শেষ হতেই জাভেদ আখতার বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আর ফারহান হাততালি দিয়ে বলেন—“এটাই তো অমিতাভ বচ্চন!” দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
‘জঞ্জির’ ও অমিতাভ-জাভেদ যুগলবন্দি
জঞ্জির চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন প্রকাশ মেহরা; গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন সালিম-জাভেদ জুটি। ছবিটিই অমিতাভকে এনে দিয়েছিল “অ্যাংরি ইয়াং ম্যান” উপাধি। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন জয়া বচ্চন, প্রাণ, বিন্দু ও অজিত খান।
পরে এই সালিম-জাভেদ যুগল অমিতাভের ক্যারিয়ারে একের পর এক কালজয়ী ছবি উপহার দেন—দেওয়ার, শোলে, ত্রিশূল ও ডন—যেগুলো আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে মাইলফলক।
কৌন বনেগা ক্রোড়পতি ১৭ সম্প্রচারিত হচ্ছে সনি টিভি–তে, প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯টা, এবং অনলাইনে দেখা যাচ্ছে সনিলাইভ প্ল্যাটফর্মে।
