পিআর নিয়ে সরকারের কম বলাই ভালো: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হবে কি না, সেই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোই নেবে এবং এ বিষয়ে সরকারের কথা ‘কম বলাই ভালো’ বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে দৈনিক ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত এক জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিং নামে প্রতিষ্ঠানের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক দ্বিতীয় দফার প্রথম পর্বের জরিপের ফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষের ভোট দিতে চাওয়া মানে সামনে ইনক্লুসিভ নির্বাচন হবে।’’