পুলিশের বিশেষ অভিযান
সারা দেশে একদিনে গ্রেপ্তার ১,৬৩২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫০, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৫৫, ১০ অক্টোবর ২০২৫

রাজধানীসহ সারা দেশে একদিনে বিশেষ অভিযানে ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সারা দিনব্যাপী পরিচালিত এই অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও নানা অপরাধে জড়িত ব্যক্তিরা ধরা পড়ে।
পুলিশ সদর দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ১২২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫১০ জন অন্যান্য অপরাধে জড়িত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় অপরাধীদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি জব্দ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে এ ধরনের বিশেষ অভিযান সারা দেশজুড়ে চলমান থাকবে।