বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

সুপার স্পেশালাইজড হসপিটাল কি ভিভিআইপিদের বিদেশী চিকিৎসা থামাতে পারবে?

সমাজকাল

প্রকাশ: ০৬:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২২

সুপার স্পেশালাইজড হসপিটাল কি ভিভিআইপিদের বিদেশী চিকিৎসা থামাতে পারবে?

আনিস আলমগীর আজ দেশের প্রথম সুপার স্পেশালাইজড একটি হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো পিজি হাসপাতালে যে জায়গাটিতে এটি নির্মাণ করা হয়েছে, এরশাদ আমলে তার লোকেরা সেখানে ফাইভ স্টার হোটেল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তিনি এই জায়গাটি পিজি হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছেন এবং সেখানে অত্যাধুনিক এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার নির্ভরশীলতা কমবে এবং অন্তত ৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলেও তাদের ধারণা। কিন্তু আসলেই কি এই হাসপাতালটি যারা বিদেশী চিকিৎসা নিতে যান তাদের চাহিদা মেটাতে পারবে? বিএসএমএমইউতে চিকিৎসা নিতে গিয়ে আমি দেখেছি চরম দুর্নীতি সেখানে বিদ্যমান। বিশেষ করে ডায়াগনস্টিক ব্যাপার স্যাপারে। নতুন হাসপাতালটির মতো বর্তমান হাসপাতালেও এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। কিন্তু এই সমস্ত সুবিধা পেতে হলে ঘুষ দিতে হয়, দালাল থাকে এবং লাইনে দাঁড়ানোর লোকদের কাছে সিরিয়াল বিক্রি করা হয়। এসব ঘটনাবলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কর্তৃপক্ষ জানেনা আমি বিশ্বাস করিনা। যদি শক্ত হাতে প্রতিরোধ করা যায়, ভালো প্রশাসক নিয়োগ করা হয়, তাহলে নতুন হাসপাতাল বাংলাদেশের মানুষের চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে, নতুবা সেই পিজি হাসপাতালই থাকবে, যন্ত্রপাতি ভবন যতই আধুনিক করা হোক। আরেকটি কথা না বললেই নয়। রাষ্ট্রের টাকা খরচ করে হাঁচি-কাশি থেকে শুরু করে চিকিৎসার নামে রাষ্ট্রপতি থেকে শুরু করে সব ভিআইপিদের বিদেশি চিকিৎসা নেওয়া বন্ধ করা হোক। বিদেশী চিকিৎসা নিজের টাকায় নিলে কারো কিছু যায় আসে না। এই হাসপাতালে ভিভিআইপিরা চিকিৎসা নিলে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: