বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সন্ত্রাসবিরোধী মামলা

‘তুলে নেওয়া’ আজহার আলী সরকারকে গ্রেপ্তার দেখাল ডিবি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১২:৫১, ১২ অক্টোবর ২০২৫

‘তুলে নেওয়া’ আজহার আলী সরকারকে গ্রেপ্তার দেখাল ডিবি

রাজধানীর বনশ্রীর বাসা থেকে ‘তুলে নেওয়া’ সাংবাদিক আজহার আলী সরকারকে অবশেষে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার তাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। আজহারকে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজহার আলী সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এনায়েত করিমের সঙ্গে তার যোগাযোগ ও কার্যক্রম বিষয়ে তদন্ত চলছে।’

আজহার আলী সরকার একসময় সাংবাদিকতা করতেন । বর্তমানে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত নন বলে তার পরিবার জানিয়েছে।
তার স্ত্রী রুখসানা পারভীন বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে বনশ্রীর শান্তা টাওয়ারের নবম তলার বাসা থেকে ডিবি পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়। তখন কোনো অভিযোগ বা মামলার কথা বলা হয়নি।’

তবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ডিবি গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেনি। পরে শনিবার তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আজহার আলী ও অজ্ঞাতনামা সহযোগীরা এর আগে গ্রেপ্তার এনায়েত করিমের সঙ্গে যোগসাজশে দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। তারা একটি প্রভাবশালী রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

এদিকে, আদালতে আজহার আলী নিজের পক্ষে বলেন, ‘আমি একজন জ্যেষ্ঠ সাংবাদিক। দুবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। সেই কারণেই আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। এই মামলার ঘটনাগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

তার স্ত্রী জানান, ‘আমার জানা মতে, আজহারের এনায়েত করিমের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।’
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু