সন্ত্রাসবিরোধী মামলা
‘তুলে নেওয়া’ আজহার আলী সরকারকে গ্রেপ্তার দেখাল ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১, ১২ অক্টোবর ২০২৫

রাজধানীর বনশ্রীর বাসা থেকে ‘তুলে নেওয়া’ সাংবাদিক আজহার আলী সরকারকে অবশেষে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার তাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। আজহারকে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজহার আলী সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এনায়েত করিমের সঙ্গে তার যোগাযোগ ও কার্যক্রম বিষয়ে তদন্ত চলছে।’
আজহার আলী সরকার একসময় সাংবাদিকতা করতেন । বর্তমানে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত নন বলে তার পরিবার জানিয়েছে।
তার স্ত্রী রুখসানা পারভীন বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে বনশ্রীর শান্তা টাওয়ারের নবম তলার বাসা থেকে ডিবি পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়। তখন কোনো অভিযোগ বা মামলার কথা বলা হয়নি।’
তবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ডিবি গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেনি। পরে শনিবার তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আজহার আলী ও অজ্ঞাতনামা সহযোগীরা এর আগে গ্রেপ্তার এনায়েত করিমের সঙ্গে যোগসাজশে দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। তারা একটি প্রভাবশালী রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।
এদিকে, আদালতে আজহার আলী নিজের পক্ষে বলেন, ‘আমি একজন জ্যেষ্ঠ সাংবাদিক। দুবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। সেই কারণেই আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। এই মামলার ঘটনাগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
তার স্ত্রী জানান, ‘আমার জানা মতে, আজহারের এনায়েত করিমের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।’