ধামরাই আ.লীগের সাংগঠনিক সম্পাদক এমএম হোসেন কারাগারে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১:৪৭, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:২৮, ১০ অক্টোবর ২০২৫

ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, নাশকতা ও হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক আলহাজ এমএম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাতে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) এসএম কাউসার সুলতানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঢাকা–আরিচা মহাসড়কের ‘নিরিবিলি এলাকা’ থেকে এমএম হোসেনকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার বিকেলে ধামরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও নাশকতার ঘটনা ঘটে। এতে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং শতাধিক আন্দোলনকারী আহত হয়। সেই ঘটনায় করা হত্যা মামলায় আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে এমএম হোসেনকে গ্রেপ্তার করা হলো।