সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৪৪, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৩৮, ১০ অক্টোবর ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার জমি, ফ্ল্যাট, গাড়ি, সঞ্চয়পত্রসহ আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ আদালতে এ বিষয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৯টি ব্যাংক হিসাবে ২৯ কোটি ৭৪ লাখ টাকা জমা ও ২৭ কোটি ৯৫ লাখ টাকা উত্তোলন করেছেন—যার পরিমাণ ৫৭ কোটি ৭০ লাখ টাকারও বেশি।
জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে বরিশালের উত্তর হায়াতসার, বাবুগঞ্জ ও রহমতপুর এলাকায় একাধিক জমি, দক্ষিণ কল্যাণপুর ও ধানমণ্ডিতে একাধিক ফ্ল্যাট ও ভবন, নিউ টাউনে তিন কাঠার একটি প্লট, ৫৬ লাখ টাকার গাড়ি এবং দুই কোটি টাকারও বেশি টাকার ব্যাংক আমানত।
আদালত মনে করে, আসামি তার সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন; তাই রাষ্ট্রের স্বার্থে এসব সম্পত্তি জব্দ ও হিসাব অবরুদ্ধ রাখা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর হারুন-অর-রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছরের ৬ আগস্ট দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে।