বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অবসরপ্রাপ্ত এএসপি উত্তম কুমার ও স্ত্রীর ১৫ দলিলের সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২৫, ৯ অক্টোবর ২০২৫

অবসরপ্রাপ্ত এএসপি উত্তম কুমার ও স্ত্রীর ১৫ দলিলের সম্পদ জব্দ

দুদকের আবেদনের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, আদালত ঢাকাসহ মাগুরা ও যশোর জেলার ১৫টি দলিলে থাকা ৫ দশমিক ২৬ বিঘা জমি ও একটি প্লট জব্দের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে উত্তম কুমারের নামে থাকা তিনটি সঞ্চয়পত্র, ছয়টি ব্যাংক হিসাব এবং তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে থাকা দুইটি সঞ্চয়পত্র ও আটটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের পক্ষে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক। আবেদনে উল্লেখ করা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধান শুরু হলে উত্তম কুমার বিশ্বাস দ্রুত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে অর্থ তুলে ফেলেন। পরবর্তীতে সম্পদ বিবরণী জমা দেওয়ার আগেই তিনি তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে থাকা দুইটি ফ্ল্যাটসহ একাধিক সম্পত্তি বিক্রি করেন।

দুদকের অনুসন্ধানে উত্তম কুমার ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে আরও বেশ কিছু স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। কমিশনের মতে, এই সম্পদগুলো অবিলম্বে জব্দ বা অবরুদ্ধ না করা হলে তা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাই আদালতের মাধ্যমে এসব সম্পদ জব্দের আবেদন করা হয়।

উল্লেখ্য, র‍্যাব-২ এ কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১ অক্টোবর উত্তম কুমার বিশ্বাসকে সরকার চাকরি থেকে অবসর দেয়। এর পরের বছর ২০২৪ সালের ৩০ মে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু