বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

 ‘এক্সপার্ট’ নিয়ে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ, 

দাম শুরু ২২০০ টাকা থেকে

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দাম শুরু ২২০০ টাকা থেকে

দেশীয় প্রযুক্তি বাজারে নতুন সংযোজন হিসেবে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষা সাপোর্টের স্মার্টওয়াচ। প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের ব্র্যান্ড ‘এক্সপার্ট’ বাজারে এনেছে ছয়টি মডেলের স্মার্টওয়াচ। এগুলো হলো— প্রাইম, ভোগ, রক, ক্লাসিক, স্লিক ও স্টার। দাম রাখা হয়েছে ক্রেতাদের নাগালে, মাত্র ২২০০ থেকে ৪০০০ টাকা।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সপার্ট স্মার্টওয়াচগুলোতে রয়েছে বাংলা ভাষা নির্বাচন করার সুবিধা। এ ছাড়া বাংলাদেশের পতাকা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় ক্রিকেটারদের ছবি এবং জাতীয় ফুল শাপলার থিম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক্সপার্ট স্মার্টওয়াচে রয়েছে—
ওয়াটারপ্রুফ সুবিধা
ব্লুটুথ কলিং (ভার্সন ৫.৩)
একবার চার্জে ১০–১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ
প্রত্যেকটির সঙ্গে অতিরিক্ত বেল্ট
সাধারণত বাজারে স্মার্টওয়াচে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হলেও এক্সপার্ট দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অর্থাৎ নির্দিষ্ট সময়ে কোনো সমস্যা হলে নতুন একটি স্মার্টওয়াচ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

আজওয়া টেকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবীব মনসুর বলেন,“আমরা আনন্দিত যে দেশীয় ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক মানের স্মার্টওয়াচ ক্রেতাদের হাতে তুলে দিতে পারছি। আধুনিক সব ফিচারের পাশাপাশি আমরা বাংলা ভাষা ও বাংলা থিমের বিশেষত্ব অন্তর্ভুক্ত করতে পেরেছি। এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দেশীয় মার্কেটে প্রথমবার আমরাই দিচ্ছি।”
বাংলা ভাষা ও থিমভিত্তিক এই স্মার্টওয়াচগুলো বাজারে আনা একদিকে দেশীয় প্রযুক্তি শিল্পের জন্য বড় পদক্ষেপ, অন্যদিকে গ্রাহকদের জন্যও একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু