‘এক্সপার্ট’ নিয়ে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ,
দাম শুরু ২২০০ টাকা থেকে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দেশীয় প্রযুক্তি বাজারে নতুন সংযোজন হিসেবে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষা সাপোর্টের স্মার্টওয়াচ। প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের ব্র্যান্ড ‘এক্সপার্ট’ বাজারে এনেছে ছয়টি মডেলের স্মার্টওয়াচ। এগুলো হলো— প্রাইম, ভোগ, রক, ক্লাসিক, স্লিক ও স্টার। দাম রাখা হয়েছে ক্রেতাদের নাগালে, মাত্র ২২০০ থেকে ৪০০০ টাকা।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সপার্ট স্মার্টওয়াচগুলোতে রয়েছে বাংলা ভাষা নির্বাচন করার সুবিধা। এ ছাড়া বাংলাদেশের পতাকা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় ক্রিকেটারদের ছবি এবং জাতীয় ফুল শাপলার থিম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক্সপার্ট স্মার্টওয়াচে রয়েছে—
ওয়াটারপ্রুফ সুবিধা
ব্লুটুথ কলিং (ভার্সন ৫.৩)
একবার চার্জে ১০–১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ
প্রত্যেকটির সঙ্গে অতিরিক্ত বেল্ট
সাধারণত বাজারে স্মার্টওয়াচে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হলেও এক্সপার্ট দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অর্থাৎ নির্দিষ্ট সময়ে কোনো সমস্যা হলে নতুন একটি স্মার্টওয়াচ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
আজওয়া টেকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবীব মনসুর বলেন,“আমরা আনন্দিত যে দেশীয় ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক মানের স্মার্টওয়াচ ক্রেতাদের হাতে তুলে দিতে পারছি। আধুনিক সব ফিচারের পাশাপাশি আমরা বাংলা ভাষা ও বাংলা থিমের বিশেষত্ব অন্তর্ভুক্ত করতে পেরেছি। এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দেশীয় মার্কেটে প্রথমবার আমরাই দিচ্ছি।”
বাংলা ভাষা ও থিমভিত্তিক এই স্মার্টওয়াচগুলো বাজারে আনা একদিকে দেশীয় প্রযুক্তি শিল্পের জন্য বড় পদক্ষেপ, অন্যদিকে গ্রাহকদের জন্যও একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে।