একসঙ্গে গ্যালাক্সি সিরিজের তিন নতুন ফোন আনল স্যামসাং
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:৫৬, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:৪৪, ৯ অক্টোবর ২০২৫

বিশ্ববিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং আবারও প্রযুক্তিপ্রেমীদের চমকে দিল। জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের অধীনে একসঙ্গে তিনটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি— স্যামসাং গ্যালাক্সি এ০৭, স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এবং স্যামসাং গ্যালাক্সি এম০৭। সবকটিই ৪জি মডেল।
ভারতে উন্মোচন হওয়া তিনটি ফোনেই রয়েছে সমসাময়িক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিসপ্লে। তবে পার্থক্য রয়েছে মূলত রঙ ও দামের ক্ষেত্রে।
ডিসপ্লে ও ডিজাইন
তিনটি ফোনেই আছে ৬.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। পরিমাপ ১৬৭.৪ x ৭৭.৪ x ৭.৬ মিমি এবং ওজন মাত্র ১৮৪ গ্রাম— হালকা ও সহজে ব্যবহারযোগ্য।
পারফরম্যান্স ও হার্ডওয়্যার
স্যামসাং ফোনগুলো চালিত মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট চিপসেট দ্বারা, যা ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ।
ক্যামেরা ফিচার
তিনটি ফোনেই রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ—
৫০ মেগাপিক্সেল প্রধান লেন্স (এফ/১.৮ অ্যাপারচার)
২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর (এফ/২.৪)
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও সংযোগ
প্রতিটি ফোনে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ৪জি এলটিই, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৫, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
ধুলা ও পানি প্রতিরোধের জন্য আইপি৫৪ রেটিং যুক্ত।
দাম ও প্রাপ্যতা
স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি: ₹৮,৯৯৯ (কালো, সবুজ ও হালকা বেগুনি) – স্যামসাং অনলাইন স্টোর-এ পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এফ০৭ ৪জি: ₹৭,৬৯৯ (শুধু সবুজ রঙে) – ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ।
স্যামসাং গ্যালাক্সি এম০৭ ৪জি: ₹৬,৯৯৯ (কালো রঙে) – অ্যামাজনএক্সক্লুসিভ হ্যান্ডসেট।
মিড-রেঞ্জ বাজেটের গ্রাহকদের জন্য স্যামসাংয়ের এই তিনটি ফোন হতে পারে দারুণ বিকল্প। চিত্তাকর্ষক ডিজাইন, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি— সব মিলিয়ে নতুন গ্যালাক্সি ট্রিপল লঞ্চ স্মার্টফোনপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িছে।