বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে শাওমির ১৭ সিরিজ

কম দামে নতুন স্মার্টফোনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা

সমাজকাল ডেস্ক  

প্রকাশ: ১৪:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কম দামে নতুন স্মার্টফোনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি নতুন প্রজন্মের স্মার্টফোন ‘শাওমি ১৭ সিরিজ’ উন্মোচন করেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, প্রায় ৬৩০ ডলারের এ ফোন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে সদ্য প্রকাশিত আইফোন ১৭ সিরিজের সঙ্গে। শুধু নামেই নয়, ফিচার এবং দামের দিক থেকেও এটি আইফোনের বিকল্প হিসেবে হাজির করা হয়েছে।
শাওমির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লেই জুন এক লাইভস্ট্রিম ইভেন্টে ঘোষণা দেন, ফোনটির বেসিক মডেলের দাম হবে ৪ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা) এবং সর্বোচ্চ মডেলের দাম দাঁড়াবে ৫ হাজার ৯৯৯ ইউয়ান (১ লাখ টাকার বেশি)। অর্থাৎ, দাম হবে আইফোন ১৭-এর তুলনায় প্রায় ১০০ ডলার কম। বাজার পর্যবেক্ষকদের মতে, সময় এবং দামের এই কৌশলগত সিদ্ধান্ত শাওমিকে প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে।
শাওমি ১৭ সিরিজ প্রো ও প্রো ম্যাক্স মডেলে পাওয়া যাবে, যেগুলোর ব্যাটারি লাইফ, ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরার সক্ষমতা আইফোন ১৭-এর সঙ্গে সরাসরি তুলনা করে উপস্থাপন করেছেন লেই জুন। তিনি দাবি করেন, তাদের নতুন ডিভাইস অনেক ক্ষেত্রে আইফোনকে টেক্কা দিতে সক্ষম হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি কেবল একটি ফোন বাজারজাত করার প্রচেষ্টা নয়; বরং শাওমির বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি এখন শুধু অ্যাপলের সঙ্গেই নয়, বরং টেসলার সঙ্গেও প্রতিযোগিতায় নামতে চায়। লেই জুন একই দিনে তাদের বিদ্যুচ্চালিত গাড়ি মডেলকেও টেসলার ওয়াই সিরিজের সঙ্গে তুলনা করেন। শাওমির গাড়ি ব্যবসা সম্প্রতি ব্যাপক সাফল্য পাওয়ায় কোম্পানির বাজারমূল্য তিন গুণ বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, শাওমি ১৭ সিরিজ উন্মোচনের সময়টি অত্যন্ত কৌশলগত। আইফোন ১৭ বাজারে আসার সঙ্গে সঙ্গেই নিজেদের বিকল্প তুলে ধরে শাওমি স্মার্টফোন দৌড়ে নতুন শক্ত অবস্থান তৈরি করতে চাইছে। প্রযুক্তি দুনিয়ায় চীন-মার্কিন প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে ভবিষ্যতের বাজার দখলের বড়সড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু