মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

স্যামসাংয়ের এআইনির্ভর ‘গ্যালাক্সি এস২৫ এফই’ বাজারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৯, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৪, ১২ অক্টোবর ২০২৫

স্যামসাংয়ের এআইনির্ভর ‘গ্যালাক্সি এস২৫ এফই’ বাজারে

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনটি ব্র্যান্ডটির বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ও গ্যালাক্সি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস) ইকোসিস্টেমের নতুন সংযোজন। দুর্দান্ত ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২৫ এফই তুলনামূলক সাশ্রয়ী দামে আরও বেশি ব্যবহারকারীর জন্য প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে।

স্যামসাং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানায়, এই স্মার্টফোন ব্যবহারকারীরা যেন অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করেন, এজন্য গ্যালাক্সি এস২৫ এফই-তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে।আর্মার অ্যালুমিনিয়াম ২ ফ্রেমে তৈরি এই ডিভাইসটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধে সক্ষম। দীর্ঘস্থায়ী ব্যবহার ও নান্দনিক ডিজাইনের চমৎকার সমন্বয় থাকার জন্য ফোনটির ব্যবহারকারীদের কোন বিষয়েই ছাড় দিতে হবে না।

যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য গ্যালাক্সি এস২৫ এফই-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ৩এক্স অপটিক্যাল জুম টেলিফটো ক্যামেরা। সুপার এইচডিআর ভিডিও মোড ও নাইটোগ্রাফি ফিচার থাকার কারণে স্মার্টফোনটি দিয়ে কম আলোতেও প্রাণবন্ত ছবি তোলা যাবে। পাশাপাশি, এআই এডিটিং, জেনারেটিভ এআই, ফটো অ্যাসিস্টসহ নানা এআই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা চলার পথে বা ব্যস্ততার মধ্যেও চমৎকার সব ছবি তুলতে পারেন।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোজ ২৪০০ প্রসেসর, সাথে আছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এ ছাড়াও রয়েছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং ২.০, ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার। সব মিলিয়ে গ্যালাক্সি এস২৫ এফই মাল্টিটাস্কিং, গেমিং ও এআই ফিচার স্মার্টফোন ব্যবহারে নিশ্চিত করবে অনন্য পারফরমেন্স, দুশ্চিন্তাহীন পাওয়ার ম্যানেজমেন্ট।

উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “ফ্ল্যাগশিপ ফোনের উদ্ভাবনকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে বিশ্বাস করে স্যামসাং। গ্যালাক্সি এস২৫ এফই স্যামসাংয়ের সে লক্ষ্যেরই প্রতিফলন। শক্তিশালী পারফরমেন্স, এআইনির্ভর ফিচার ও আকর্ষণীয় ডিজাইন, সব মিলিয়ে স্মার্টফোনটি পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য তৈরি।”        

নেভি ও জেট ব্ল্যাক- এ দুটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২৫ এফই। আধুনিক নকশা, দীর্ঘস্থায়ী ব্যবহারের প্রতিশ্রুতি ও শক্তিশালী পারফরমেন্স ব্যবহারকারীদের দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা এবং এ সবই থাকছে আরও সাশ্রয়ী মূল্যে। ফোনটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৯৯,৯৯৯ টাকা। তবে প্রমোশনাল ক্যাম্পেইনের সময় ১০,০০০ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৮৯,৯৯৯ টাকায়।

এছাড়া গ্রাহকরা আলাদাভাবে ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেমবন্ট’ এবং ২য় বছরের ওয়ারেন্টি প্রিমিয়াম নিতে পারবেন ২,৮০০ টাকায়। ৬ মাসের ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ ক্যাম্পেইন প্রিমিয়াম পাওয়া যাবে ১,৬০০ টাকায়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল