বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বাজারে নামতেই রেকর্ড ভাঙল শাওমি ১৭

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাজারে নামতেই রেকর্ড ভাঙল শাওমি ১৭

চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ “শাওমি ১৭” বাজারে আনার পর মুহূর্তেই বিক্রির নতুন ইতিহাস তৈরি করেছে। উদ্বোধনের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।

সম্প্রতি বাজারে আসে তিনটি মডেল—শাওমি ১৭, শাওমি ১৭ প্রো এবং শাওমি ১৭ প্রো ম্যাক্স। ঘোষণার সঙ্গে সঙ্গেই চীনের বাজারে বিক্রি শুরু হয় এবং শুরুতেই ফোনগুলোতে দেখা যায় অভূতপূর্ব সাড়া। যদিও কোম্পানি সুনির্দিষ্ট বিক্রির সংখ্যা প্রকাশ করেনি, তবে শুরুটা এতটাই শক্তিশালী যে এটিকে শাওমির ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া সিরিজ হিসেবে ধরা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ বছরের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে একসঙ্গে তিনটি মডেলের উদ্বোধন। গত বছর শাওমি ১৫ সিরিজ প্রথমে এসেছিল দুটি মডেল নিয়ে, পরে যুক্ত হয়েছিল আল্ট্রা সংস্করণ। এবার প্রো ভ্যারিয়েন্টগুলোয় আনা হয়েছে নতুন ডিজাইন, আলাদা সংস্করণ ও প্রযুক্তিগত উন্নয়ন, যা ক্রেতাদের কাছে অতিরিক্ত আকর্ষণ তৈরি করেছে।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, শাওমি ১৭ সিরিজ মূলত অ্যাপলের সদ্য উন্মোচিত আইফোন ১৭ সিরিজের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই বাজারে এসেছে। কোম্পানির দাবি, এতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, যা ডিভাইসটিকে বাজারে শীর্ষে অবস্থান নিতে সহায়তা করবে।

শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছেন, সবচেয়ে সাশ্রয়ী মডেলের দাম নির্ধারণ হয়েছে ৪ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা) এবং সর্বোচ্চ মডেলের দাম ৫ হাজার ৯৯৯ ইউয়ান (১ লাখ টাকারও বেশি)। এই দাম আইফোন ১৭-এর বেস মডেলের তুলনায় প্রায় ১০০ ডলার কম, যা বিক্রির গতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু