স্যামসাংয়ের প্রথম ‘ট্রাই-ফোল্ড’ স্মার্টফোন আসতে পারে এ বছরই
গ্যাজেট ডেস্ক
প্রকাশ: ১৭:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নতুন উদ্ভাবন—“ট্রাই-ফোল্ড” স্মার্টফোন—এই বছরই যুক্তরাষ্ট্রে বাজারজাত করার কথা ভাবছে স্যামসাং। এটি হবে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ট্রাই-ফোল্ড ডিভাইসের অভিষেক।
এখন পর্যন্ত স্যামসাং নতুন ফোল্ডেবল ফোন প্রথমে কোরিয়া বা চীনের মতো বাজারে ছাড়া সীমিত রেখেছিল। যেমন—গত বছর গ্যালাক্সি Z Fold 6 SE কেবল কোরিয়া ও চীনে পাওয়া গিয়েছিল। কিন্তু মার্কিন বাজারে ট্রাই-ফোল্ড ফোন ছাড়ার পরিকল্পনা স্যামসাংয়ের জন্য বড় কৌশলগত পদক্ষেপ।
চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে ইতিমধ্যেই ট্রাই-ফোল্ড ফোন বাজারে এনেছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিক্রি নিষিদ্ধ। তাই স্যামসাংয়ের হাত ধরেই যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ ধরনের ডিভাইস পৌঁছাতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সময় ধরে তাদের স্মার্টফোন ব্যবহার করছেন। তাই গ্রাহককে আকৃষ্ট করতে শুধু নতুন মডেল নয়, অভিনব ডিজাইনই বড় ভূমিকা রাখছে।
অ্যাপল ইতিমধ্যে তাদের নতুন iPhone Air উন্মোচন করেছে, যা প্রায় এক দশকের মধ্যে আইফোনের সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন। এ ছাড়া ২০২৬ সালের মধ্যে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংও পিছিয়ে নেই। তারা গ্যালাক্সি Z Flip ও Fold সিরিজের সাফল্যের পর ট্রাই-ফোল্ড বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
ট্রাই-ফোল্ডের বৈশিষ্ট্য
দুটি ভাঁজে খোলা যায়, ফলে আগের যেকোনো ফোল্ডেবলের চেয়ে বড় স্ক্রিন পাওয়া যাবে।
বর্তমানে Z Fold 7 আনফোল্ড অবস্থায় ৮ ইঞ্চি স্ক্রিন দেয়। নতুন ট্রাই-ফোল্ড আরও বড় স্ক্রিন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রোটোটাইপ হিসেবে Flex G (ব্রোশিওরের মতো খোলে) ও Flex S (ভিতরে-বাইরে ভাঁজ হয়) ইতিমধ্যেই সিইএস (CES) প্রদর্শনীতে দেখানো হয়েছিল।
স্যামসাংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষ্য শুধু ভিন্ন আকার নয়, বরং একেবারেই আলাদা ব্যবহার অভিজ্ঞতা দেওয়া।
বাজার কৌশল ও প্রতিযোগিতা
স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোনগুলো ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপের তুলনায় দ্বিগুণ হারে নতুন ব্যবহারকারীকে আকৃষ্ট করছে। ফলে ট্রাই-ফোল্ড হতে পারে তাদের জন্য আরও বড় বাজার দখলের সুযোগ।
তবে দাম ও সীমিত ব্যবহারকারীর জন্য এটি শুরুতে নিস ক্যাটাগরিতে পড়তে পারে, যেমনটা Fold সিরিজের ক্ষেত্রে হয়েছিল।
এ ছাড়া আগামী বছর গ্যালাক্সি S সিরিজের নতুন মডেল আনতে যাচ্ছে স্যামসাং—S25 Edge-এর উত্তরসূরি। এটি আসতে পারে গ্যালাক্সি S26 সিরিজের সঙ্গেই।
ভবিষ্যতের ফোন: পাতলা ও পোর্ট-ফ্রি?
স্যামসাং ও অ্যাপল উভয়ই ফোন আরও পাতলা করার দিকে নজর দিচ্ছে। বাজারে গুঞ্জন রয়েছে—একদিন হয়তো চার্জিং পোর্টহীন ফোনও আসতে পারে, যা কেবল ওয়্যারলেস চার্জারের ওপর নির্ভরশীল হবে। যদিও স্যামসাং এখনই এমন ফোন আনার পরিকল্পনা করছে না।
বিশ্বব্যাপী ২০২৪ সালে প্রায় ১২০ কোটি স্মার্টফোন সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ফোল্ডেবল ফোনের সংখ্যা ছিল মাত্র অল্প অংশ, তবে ২০২৮ সালের মধ্যে তা বেড়ে ৪৫.৭ মিলিয়ন বা ৪ কোটি ৫৭ লাখ ইউনিট ছাড়াতে পারে বলে আইডিসি পূর্বাভাস দিয়েছে।
স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড ফোন বাজারে আসলে এটি শুধু একটি নতুন গ্যাজেট নয়, বরং স্মার্টফোন উদ্ভাবনের পরবর্তী বড় মাইলফলক হতে পারে।