বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ স্পেশাল এডিশন আসছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:১০, ৫ অক্টোবর ২০২৫

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ স্পেশাল এডিশন আসছে চীনে

স্যামসাং চীনা বাজারের জন্য আনছে তাদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল সিরিজের বিশেষ সংস্করণ — Samsung Galaxy Z Fold 7 Special Edition। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় জানা গেছে, নতুন মডেলটি ১১ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে) আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে।

ডিজাইন ও রঙের বৈচিত্র্য
স্যামসাংয়ের প্রকাশিত টিজারে দেখা গেছে, ফোনটি আসছে কালো ও লাল রঙের কনট্রাস্টে, সঙ্গে থাকবে সোনালি ফ্রেম— যা এটিকে প্রিমিয়াম ও এক্সক্লুসিভ লুক দিয়েছে। ফোনটির কোডনেম দেওয়া হয়েছে “W26”, যা ইঙ্গিত করছে এটি শুধুমাত্র চীনা বাজারের জন্য সীমিত সংস্করণ হিসেবে প্রকাশ পাবে।

সম্ভাব্য স্পেসিফিকেশন
যদিও কোম্পানি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, ধারণা করা হচ্ছে Galaxy Z Fold 7 Special Edition হবে মূল সংস্করণের তুলনায় পাতলা ও হালকা, এবং কিছু ইটারেটিভ আপগ্রেড পাবে। সম্ভাব্য ফিচারগুলো হলো—

চিপসেট: Snapdragon 8 Elite
র‌্যাম: সর্বোচ্চ ১৬ জিবি
স্টোরেজ: সর্বোচ্চ ১ টেরাবাইট
অপারেটিং সিস্টেম: One UI 8.0 (Android 16 ভিত্তিক)
ক্যামেরা: প্রধান ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর ২০০ মেগাপিক্সেল (সম্ভাব্য), অন্যান্য লেন্স আগের মতোই থাকতে পারে
ডিসপ্লে: ভেতরের স্ক্রিন প্রায় ৮ ইঞ্চি এবং বাইরের স্ক্রিন ৬.৫ ইঞ্চি হতে পারে

শুধুমাত্র চীনা বাজারে সীমিত সংস্করণ

স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়েছে, “W26” কোডনেমযুক্ত এই ফোল্ডেবলটি কেবলমাত্র চীনে পাওয়া যাবে। গত বছর প্রকাশিত Galaxy Z Fold 6 Special Edition-এর মতোই এটি সীমিত উৎপাদনে আসবে — আনুমানিক ৪ থেকে ৫ লাখ ইউনিট তৈরি করা হবে বলে ধারণা।

পূর্ববর্তী সংস্করণের প্রেক্ষাপট
২০২৪ সালে প্রকাশিত Galaxy Z Fold 6 Special Edition মডেলটি ছিল সাধারণ মডেলের তুলনায় আরও পাতলা ও উন্নত ডিসপ্লে-সমৃদ্ধ। এতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, বড় ডিসপ্লে এবং হালকা বডি ব্যবহারকারীদের কাছে প্রশংসিত হয়েছিল। নতুন সংস্করণটি সেই ধারা বজায় রেখে আরও উন্নত অভিজ্ঞতা দিতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন।

স্যামসাংয়ের এই বিশেষ সংস্করণটি ফোল্ডেবল প্রযুক্তির প্রিমিয়াম দুনিয়ায় আবারও নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। Galaxy Z Fold 7 Special Edition সম্ভবত সীমিতসংখ্যক গ্রাহকের জন্য কালেক্টর আইটেম হিসেবেই বাজারে আসবে — তবে এর ডিজাইন ও পারফরম্যান্স উভয় ক্ষেত্রেই এটি হতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় ফোল্ডেবল ডিভাইস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু