ডাকসু নির্বাচন
অনিয়মের ১২ অভিযোগ ছাত্র ইউনিয়নের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ নিয়ে ১২টি অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের প্যানেলের ভিপি প্রার্থী মেঘমল্লার বসু এসব অভিযোগ তুলে ধরেন।
মেঘমল্লার বসু বলেন, “আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে। তবে নির্বাচন প্রক্রিয়ায় ধারা অনুযায়ী ভোটার উপস্থিতি ছাড়াই তালিকায় সই, ব্যালট সরবরাহ ও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।”
ছাত্র ইউনিয়নের যত অভিযোগ
১. ভোটার উপস্থিতি ছাড়া সই দেওয়া ও নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালট সরবরাহ।
২. ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ প্রকাশ না করা।
৩. ব্যালটে ক্রমিক নম্বরের অভাব।
৪. ব্যালট ছাপা, সরবরাহ, বাতিল ও ফেরতের হিসাব অজানা।
৫. ব্যালট ছাপার স্থান প্রকাশ করা হয়নি।
৬. নকল ব্যালট ফাঁসের অভিযোগ।
৭. অরক্ষিত ব্যালট পেপার উদ্ধার হলেও প্রশাসনের তদারকি নেই।
৮. ভোট সফটওয়্যারে একটি প্রার্থীর ভোট অন্য প্রার্থীকে প্রদর্শিত হওয়া।
৯. এজেন্ট তালিকা প্রকাশের মাধ্যমে প্রার্থীর প্রস্তাবিত এজেন্ট বাদ দেওয়া।
১০. অমোচনীয় কালি ব্যবহার না করা ও একাধিকবার ভোট দেওয়ার অভিযোগ।
১১. ভোট গণনায় গড়িমসি ও নির্দিষ্ট প্রার্থীর অবৈধ উপস্থিতি।
১২. অস্বচ্ছ ব্যালট বক্স, মার্কার সংকট ও অনিয়মে ভোট গ্রহণ।
মেঘমল্লার বসু আরও বলেন, “এ ব্যাপারে বারবার অবহিত করা হলেও প্রশাসন কালক্ষেপণ করেছে। ফলে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ একটি অগণতান্ত্রিক, অনিয়মে পূর্ণ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত হচ্ছে।”