ট্রাম্প, আপনার বিতাড়িতদের ইউরোপে পাঠান, আফ্রিকায় নয়
৫ আগস্ট রুয়ান্ডা ঘোষণা করেছে যে তারা ট্রাম্প প্রশাসনের সম্প্রসারিত তৃতীয় দেশের বহিষ্কার কর্মসূচির আওতায় ২৫০ জন অভিবাসীকে গ্রহণ করতে সম্মত হয়েছে। কিগালি থেকে সরকারপক্ষ জানায়, রুয়ান্ডা কাদের গ্রহণ করবে তা তারাই নির্ধারণ করবে। যাদের রাখা হবে, তাদের প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের ব্যবস্থা করা হবে যেন তারা “নতুন জীবন গড়তে পারে।”