আবুধাবিতে ৬০ কোটির টাকার লটারি জিতেছেন বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৩, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১২, ৪ অক্টোবর ২০২৫
ছবি : খালিজ টাইমস থেকে নেওয়া
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ লটারি ড্রয়ে এক বাংলাদেশি প্রবাসীর জীবন বদলে গেছে রাতারাতি। ২০ মিলিয়ন দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকার বেশি) বিশাল পুরস্কার জিতেছেন ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার নুর নোবি সরদার।
খালিজ টাইমসে শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহতে বসবাসরত হারুন ১৪ সেপ্টেম্বর কেনেন ০৩৫৩৫০ নম্বরের টিকিটটি, যা ৩ অক্টোবর অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের ‘বিগ টিকিট আবুধাবি’ লাকি ড্রতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
ড্র চলাকালীন যখন অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বাউচরা তাকে ফোনে বিজয় সংবাদটি জানান, তখন হারুন বাকরুদ্ধ হয়ে যান—বিশ্বাসই করতে পারেননি নিজের ভাগ্যের এমন পরিবর্তন।
২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন হারুন। গত ১৫ বছর ধরে আবুধাবিতে ট্যাক্সি চালিয়ে আসছেন তিনি। বাংলাদেশে পরিবার ফিরে যাওয়ার পরও তিনি নিয়মিত লটারি কিনে গেছেন, আশায় ছিলেন একদিন হয়তো ভাগ্য খুলবে—অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।
হারুন জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ তিনি আরও ১০ জন প্রতিযোগীর সঙ্গে ভাগ করে নেবেন। “আমি কখনো আশা হারাইনি। প্রতিবার টিকিট কিনেছি বিশ্বাস নিয়ে,” বলেন তিনি খালিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে।
এবারের ‘বিগ টিকিট’ ড্রতে আরও চারজন সৌভাগ্যবান অংশগ্রহণকারী প্রত্যেকে ৫০,০০০ দিরহাম করে পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের শিহাব উমাইর, দুবাইয়ের ভারতীয় প্রবাসী সিদ্দিক পামব্লাথ, আবুধাবির বাংলাদেশি প্রবাসী আলী হুসেন আলী এবং পাকিস্তানি প্রবাসী আদেল মোহাম্মদ।
হারুন সরদারের এই জয় আবারও প্রমাণ করল—ধৈর্য, অধ্যবসায় আর আশার মিশেলে একদিন ভাগ্য খুলবেই।
