শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

জাতীয় উদ্ভিদ উদ্যানে ই-টিকিটিং চালু

স্মার্ট, স্বচ্ছ ও পরিবেশবান্ধব সেবার নতুন যুগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০১, ১২ নভেম্বর ২০২৫

স্মার্ট, স্বচ্ছ ও পরিবেশবান্ধব সেবার নতুন যুগ

অত্যাধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান এখন আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর রূপে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই-টিকিটিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এখন থেকে দর্শনার্থীরা অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে উদ্যানে প্রবেশ করতে পারবেন।

এই অত্যাধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বন অধিদপ্তর ও এটুআই -এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে টিকিট ব্যবস্থাপনায় এসেছে সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর। দর্শনার্থীরা এখন myGov ডিজিটাল প্ল্যাটফর্ম, www.nbg.portal.gov.bd অথবা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটটি স্মার্টফোনে স্ক্যানযোগ্য অথবা প্রিন্ট করে ব্যবহার করা যাবে।

এই উদ্যোগের ফলে দর্শনার্থীদের আর টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না, এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি কাগজের টিকিট ব্যবহারের পরিমাণ কমে যাবে, যা পরিবেশবান্ধব এক কার্যক্রম হিসেবে ভূমিকা রাখবে।

ড. ফারহিনা আহমেদ বলেন, “ই-টিকিটিং প্ল্যাটফর্ম শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহারই নয়, এটি পরিবেশ সংরক্ষণ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির এক যুগান্তকারী পদক্ষেপ।” তিনি আরও যোগ করেন, এ ধরনের ডিজিটাল ব্যবস্থা দেশের অন্যান্য প্রাকৃতিক ও পরিবেশগত স্থাপনাতেও চালু করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুর রফিক, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামিমা বেগম এবং সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

এ সময় বন অধিদপ্তর, এটুআই, আইসিটি বিভাগ, জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উদ্ভিদ উদ্যান শুধু বিনোদনের স্থান নয়, বরং এটি পরিবেশ শিক্ষা, গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

সরকারি সেবায় ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় এই ই-টিকিটিং সিস্টেম “স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়নের এক অনন্য মাইলফলক হয়ে উঠবে। এটি দর্শনার্থীদের জন্য হবে সহজ, দ্রুত, স্বচ্ছ ও পরিবেশবান্ধব সেবা — যা ভবিষ্যতে দেশের অন্যান্য পর্যটন ও সংরক্ষণ এলাকাতেও সম্প্রসারিত হওয়ার আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র