বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নারী বিশ্বকাপ ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২:০৩, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:২৭, ১১ অক্টোবর ২০২৫

নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

ভারতের গুয়াহাটিতে নারী বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় আর ইংল্যান্ডের সঙ্গে লড়াইয়ের পর নিগার সুলতানাদের ব্যাটিং ব্যর্থতায় থেমে গেল জয়ের ধারাবাহিকতা।

টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউই ওপেনার সুজি বেটস করেন ২৯ রান, আর ব্রুকি হলিডে ও সোফি ডিভাইন গড়ে তোলেন ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি। হলিডে ৬৯ ও ডিভাইন ৬৩ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান সবচেয়ে সফল বোলার, ৩০ রানে নেন ৩ উইকেট।

২২৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৭ রানে ওপেনার শারমিন আক্তার (৩) ফিরে গেলে চাপে পড়ে দল। এরপর রুবাইয়া হায়দার (৪), সোবহানা মোস্তারি (২), নিগার সুলতানা (৪), সুমাইয়া আক্তার (১) ও স্বর্ণা আক্তার (১)— সবাই ব্যর্থ হন। ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

নাহিদা আক্তার ১৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ৩৯.৫ ওভারে ১২৭ রানে। ফাহিমা খাতুন ৪৪ রান করে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ করেন, আর রাবেয়া খাতুন যোগ করেন ২৫ রান। এই জুটিতেই আসে দলের সর্বোচ্চ ৭৯ বলে ৪৪ রানের পার্টনারশিপ।

বাংলাদেশের এই হারে তিন ম্যাচে তাদের সংগ্রহ এক জয় ও দুই হার। অন্যদিকে জয় পেয়ে সেমিফাইনাল দৌড়ে টিকে রইল নিউজিল্যান্ড।

এই হারের মধ্য দিয়ে বাংলাদেশ নারী দলের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব আবারও স্পষ্ট হলো। টপ অর্ডারের দ্রুত পতনে দলটি বারবার বিপাকে পড়ছে। তবে ফাহিমা ও রাবেয়ার লড়াকু পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

বিশ্বকাপের পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, যেখানে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফেরানোর সুযোগ থাকবে নিগার সুলতানাদের সামনে।

সংক্ষিপ্ত স্কোর
ম্যাচ: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
ভেন্যু: গুয়াহাটি, ভারত
নিউজিল্যান্ড: ২২৭/৯ (৫০ ওভার)
বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)
ফল: নিউজিল্যান্ড জয়ী ১০০ রানে
সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (৬৩ রান, ১ উইকেট)

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন