বিসিবি নির্বাচন
ক্লাব কোটায় সর্বোচ্চ ৪২ ভোটে শীর্ষে ইশতিয়াক, শানিয়ান ও ফারুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫১, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৪, ৭ অক্টোবর ২০২৫
 
						
									বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ক্যাটাগরি–২ বা ঢাকার ক্লাব কোটায় সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম ও ফারুক আহমেদ। প্রত্যেকে পেয়েছেন সর্বাধিক ৪২ ভোট।
এই ক্যাটাগরিতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ১২ জন, বাদ পড়েছেন মাত্র তিনজন। যদিও প্রধান প্রতিদ্বন্দ্বী তামিম ইকবালপন্থি গোষ্ঠী নির্বাচন বয়কট করায় কার্যত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি ছিল না, তবে ক্লাব পর্যায়ে ব্যক্তিগত প্রতিযোগিতার মধ্য দিয়েই ভোটযুদ্ধটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগের রাতে একটি অনানুষ্ঠানিক মোর্চা গঠিত হয়েছিল, যেখানে প্রাথমিকভাবে ১২ জন সম্ভাব্য বিজয়ীর নাম চূড়ান্ত হয়। তবে শেষ মুহূর্তে পরিবর্তন আসে সেই তালিকায়— ফাইজুর রহমান ভূঁইয়ার জায়গায় অন্তর্ভুক্ত হন এম নাজমুল ইসলাম। বাকি ১১ প্রার্থী ছিলেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ফাইয়াজুর রহমান মিতু, মঞ্জুর আলম, আদনান দীপন, আবুল বাশার শিপলু ও ইফতিখার রহমান মিঠু। শেষ পর্যন্ত এ তালিকায় নাম থাকা সবাই জয়লাভ করেছেন।
ভোটের ফল
ঢাকা ক্লাব কোটায় সর্বাধিক ৪২ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম ও ফারুক আহমেদ। দ্বিতীয় সর্বাধিক ৪১ ভোট করে পেয়েছেন আমজাদ হোসেন, মোকসেদুল কামাল ও মেহরাব আলম চৌধুরী।
এ ছাড়া ফাইয়াজুর রহমান মিতু, আদনান দীপন ও আবুল বাশার শিপলু প্রত্যেকে পেয়েছেন ৪০ ভোট করে। মঞ্জুর আলম পেয়েছেন ৩৯, এম নাজমুল ইসলাম ৩৭ এবং ইফতিখার রহমান মিঠু পেয়েছেন ৩৪ ভোট।
নির্বাচিত ১২ পরিচালক (ভোটসংখ্যা অনুযায়ী):
ইশতিয়াক সাদেক (৪২)
শানিয়ান তানিম (৪২)
ফারুক আহমেদ (৪২)
আমজাদ হোসেন (৪১)
মোকসেদুল কামাল (৪১)
মেহরাব আলম চৌধুরী (৪১)
ফাইয়াজুর রহমান মিতু (৪০)
আদনান দীপন (৪০)
আবুল বাশার শিপলু (৪০)
মঞ্জুর আলম (৩৯)
এম নাজমুল ইসলাম (৩৭)
ইফতিখার রহমান মিঠু (৩৪)
এই ফলের মধ্য দিয়ে বিসিবির ক্লাব ক্যাটাগরিতে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক সূচনা হলো।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													