শাপলা প্রতীকের প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২০, ১৩ অক্টোবর ২০২৫

‘শাপলা’ প্রতীকের প্রথম দাবিদার দাবি করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটি বলেছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা ‘শাপলা’ প্রতীক ব্যবহার করে আসছে, তাই অন্য কোনো দলকে প্রতীকটি বরাদ্দ দিলে সেটি তাদের জন্য অবিচার হবে।
সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠার সময় থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রচারপত্র, পোস্টার ও অফিসিয়াল কাগজপত্রে ‘শাপলা’ প্রতীক ব্যবহার করে আসছে। ২০১৭ সালে দলটি নিবন্ধনের আবেদন করলে ইসি জানায়, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য নয়। এরপর তারা ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়, কিন্তু পরে ‘ডাব’ প্রতীক বরাদ্দ নিতে বাধ্য হয়।
মহাসচিবের আবেদনপত্রে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দল ‘শাপলা’ প্রতীক দাবি করছে। তবে যদি জাতীয় প্রতীক হিসেবে ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তাহলে এর অগ্রাধিকার দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই সেই প্রতীক বরাদ্দ দিতে হবে।
এদিকে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে—‘শাপলা’ প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না। এর আগে নাগরিক ঐক্যও একই প্রতীক দাবি করেছিল, কিন্তু ইসি তাদের আবেদন মঞ্জুর করেনি।
বাংলাদেশ কংগ্রেসের মতে, প্রতীক নিয়ে এই বিভ্রান্তি দূর করতে ইসিকে অবশ্যই দলটির দীর্ঘদিনের ব্যবহার, প্রচারণা ও ঐতিহাসিক দাবির স্বীকৃতি দিতে হবে। দলটির দাবি, ‘যদি শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয়, তবে সেই অধিকার বাংলাদেশ কংগ্রেসের।’