খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৫, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:১৬, ১৩ অক্টোবর ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা রেদওয়ানুন মীর পল্লবকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রিমান্ডের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই হাসানুজ্জামান ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামির পক্ষে আইনজীবী হায়দার আলী হাওলাদার আবেদন বাতিল করে জামিন চান। শুনানির শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শুনতে খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা হন। এসময় তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর সেলিম হোসেন রানা আদালতে মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১০৬ জনকে আসামি করা হয়।