নভেম্বরেই গণভোট চায় জামায়াত, ইসির কাছে লিখিত প্রস্তাব জমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৬, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। দলটি সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব জমা দেয়।
দুপুর ১২টার পর আগারগাঁও নির্বাচন ভবনে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের; সঙ্গে ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।
বৈঠক শেষে আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি গণভোট আলাদা হতে হবে। কারণ এটি জাতির জন্য স্থায়ী কিছু রিফর্মসের (সংস্কারমূলক) প্রশ্ন। জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে করলে নানা জটিলতা তৈরি হতে পারে। একদিকে প্রতীকের প্রতিযোগিতা, অন্যদিকে রিফর্ম ভোটের সুষ্ঠুতা বিঘ্নিত হতে পারে।’
তিনি আরও জানান, যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে হয়, তবে নির্বাচনী স্থগিতকরণ বা অনিয়মের প্রভাব গণভোটেও পড়বে। এজন্য তারা নভেম্বর মাসেই পৃথকভাবে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
জামায়াত নেতা বলেন,‘আমরা স্পষ্টভাবে সরকার ও কমিশনকে জানিয়েছি, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে একটি স্বতন্ত্র গণভোট আয়োজনই দেশের স্বার্থে সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।’
জামায়াতের এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। কারণ, এটি নির্বাচনী সংস্কার ইস্যুকে সামনে এনে দলটির সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে।
-