পিআর পদ্ধতি নিয়ে মির্জা ফখরুল
আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫১, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪০, ১৩ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, এটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে যে বাংলাদেশ একটি সত্যিকার অসাম্প্রদায়িক দেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও বিভিন্নভাবে সেটিকে বিঘ্ন করার অপচেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন শুরু করা—যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে এটি বোধগম্য নয়। বিষয়টি আগামী সংসদের হাতে ছেড়ে দিতে হবে। তখনই নির্ধারিত হবে, ভবিষ্যতে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সংসদ কাঠামো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা উচ্চকক্ষ গঠনের কথা বলেছি, এটি নতুন অভিজ্ঞতা হতে পারে। তবে নিম্নকক্ষ নিয়ে অবাস্তব আলোচনা চলছে—যা বাস্তবসম্মত নয়।”