শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশ-বিদেশের আলেমরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৫, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫২, ১৫ নভেম্বর ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশ-বিদেশের আলেমরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই দেশ-বিদেশ থেকে বিশ্বের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদরা সমবেত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ সন্মেলন৷ দুপুরে শেষ হবে৷ 

সরেজমিনে দেখা গেছে, মহাসম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকেই সম্মেলনস্থলে আসছেন। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 

মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

এদিকে, গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সকাল থেকেই পুরো রাজধানী ঢাকার ধর্মপ্রাণ মানুষদের পদচারণায় মুখরিত।

তিনি জানান, মহাসম্মেলনের মূল উদ্দেশ্য হলো খতমে নবুওয়তের আকিদা সমুন্নত রাখা এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত করা।

রায়হান জানিয়েছেন, আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান-এর সভাপতি ও পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দ, ভারত-এর প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারত-এর সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরব-এর নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, আল-আজহার ইউনিভার্সিটি, মিশর-এর অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম, পাকিস্তানের বিশিষ্ট দাঈ ও ইসলামী চিন্তাবিদ, মাওলানা ইলিয়াস গুম্মান। এ ছাড়া বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশ থেকে মানুষ দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ছুটে আসায় সমাবেশস্থল সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। মহাসম্মেলন থেকে ইসলামের মৌলিক আকিদা রক্ষায় বিশ্ববাসীর প্রতি বিশেষ বার্তা দেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র