গাঁজা বিক্রি বাধা দেওয়ায় শাহরিয়ারকে হত্যা: ডিবি পুলিশের অভিযোগপত্র
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৯, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৩১, ৮ নভেম্বর ২০২৫
ছবি: ওয়েবসাইট
সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এই ঘটনায় দায়ের করা মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। তদন্তে এই তথ্য উঠে এসেছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ।
তিনি বলেন, ‘অভিযোগপত্রে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আদালতে অভিযোগপত্রটি দাখিল করে।
মামলায় অভিযুক্ত সাতজন হলেন- মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ ও মো. রবিন।
ডিবি জানায়, এরা সকলে মাদককারবারি চক্রের সদস্য।
