টরন্টোয় গাইবেন বন্যা, আর নাচবেন তাপস-নাহিদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:০৩, ১২ নভেম্বর ২০২৫
‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামে সংগীতানুষ্ঠান। ছবি: ইভেন্টব্রাইট
রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শীতের শুরুতেই টরন্টোতে গানে গানে উষ্ণতা ছড়াবেন। আগামী ২৩ নভেম্বর ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এই আয়োজনে বন্যার গানের সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবে তাপস-নাহিদ জুটির নাচ।
টরন্টোর স্বনামধন্য চাইনিজ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। মনোমুগ্ধকর এই আয়োজনে কালচারাল সেন্টারটিতে পরিবেশিত হবে শিল্পী বন্যার কন্ঠে রবীন্দ্রনাথ ঠাঁকুরের নির্বাচিত গান। আয়োজন সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর গানের গভীরতা, নিখুঁত উচ্চারণ আর অনবদ্য আবেগের মিশেলে এই সন্ধ্যা হয়ে উঠবে কানাডার টরন্টো এবং আশেপাশের শহরগুলোর প্রবাসী বাঙালিদের এক সাংস্কৃতিক পুনর্মিলন।
বন্যার গানের পাশাপাশি থাকবে নৃত্যের মূর্ছনাও। মঞ্চে উঠবেন টরন্টো প্রবাসী জনপ্রিয় নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন এবং তাপস দেব। রবীন্দ্রসংগীতের সুর ও তালের সঙ্গে তাদের নৃত্যে মিলবে এক মোহনীয় দৃষ্টিনন্দন মুহুর্ত। এ আয়োজনের আয়োজক টরন্টো প্রবাসী নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন এবং তাপস ড্যান্স গ্রুপের তাপস দেব।
আয়োজক ও নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘এই আয়োজন শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি এক সাংস্কৃতিক উদযাপন। প্রবাসে থেকেও বাঙালির আত্মপরিচয়ের যে শেকড়, রবীন্দ্রনাথ ঠাঁকুর সেই শেকড়েরই প্রতীক। আর বন্যার কণ্ঠ সেই শেকড়কে আবার জাগিয়ে তুলবে এই প্রবাসে। আমি নিশ্চিত, টরন্টোর সাংস্কৃতিপ্রেমীরা ইতিমধ্যে অপেক্ষায় দিন গুনছেন, তাদের প্রিয় শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসংগীতের সুরেলা মূর্ছনা।’
এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’র সভাপতি লায়লা হাসান।আর উপস্থাপনায় থাকছেন অজন্তা চৌধুরী এবং শাকিলা নাজ।
অনুষ্ঠানটিতে বাদ্যশিল্পী হিসেবে বাঁশি বাজাবেন জাহাঙ্গীর হোসেন। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে প্রবাসী টিভি এবং ক্লাইমেট চ্যানেল। সোশ্যাল মিডিয়া পার্টনার বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোরার (বিসিই), বাংলা ইভেন্টস এবং আলোকধারায় মিলি।
