শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

আইন মেনেই ভুয়া বোর্ড ছুড়ে ফেলা হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১৪, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৫৯, ৭ অক্টোবর ২০২৫

আইন মেনেই ভুয়া বোর্ড ছুড়ে ফেলা হবে: ইশরাক

ইশরাক হোসেন- ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, `জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলা হবে।‘

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিসিবির নির্বাচন জনগণ ও ক্রীড়া সংগঠকরাও ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে।

ইশরাক লেখেন, `বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। তবে এই নীরবতা স্থায়ী নয়। অচিরেই জাতীয় বেঈমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের অনেকেই পোস্টটি শেয়ার করে বর্তমান বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচনের ফল প্রকাশিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি–১: জেলা ও বিভাগ কোটায় ১০ জন
ক্যাটাগরি–২: ঢাকার ক্লাব কোটায় ১২ জন
ক্যাটাগরি–৩: সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে ১ জন

রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৯১ জন। আদালতের নির্দেশে ১৫টি ক্লাবের কাউন্সিলররা ভোটাধিকার ফেরত পাওয়ায় শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়।
ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো কারচুপির অভিযোগ পাওয়া যায়নি বলে নির্বাচন পরিচালনা কমিটি জানায়।

তবু নির্বাচনের আগে থেকেই অভিযোগ, সমালোচনা ও অনাস্থার বাতাবরণ তৈরি হয়েছিল। বিসিবি নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে অনেক প্রার্থীই শেষ মুহূর্তে সরে দাঁড়ান, যার মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালও ছিলেন। 

এই প্রেক্ষাপটে ইশরাক হোসেনের এ মন্তব্য নতুন আলোচনার সৃষ্টি করেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন