চেম্বার জজ আদালতের আদেশ
বিসিবি ভোটে বাধা নেই সেই ১৫ ক্লাবের কাউন্সিলরের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৩৩, ৫ অক্টোবর ২০২৫
 
						
									বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রবিবার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করে এই আদেশ দেয়।
এর ফলে ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিরা আগামীকাল ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবেন বলে নিশ্চিত করেছেন বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে এই ১৫ ক্লাবের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেয়। রায় স্থগিতের আবেদন করে নাখালপাড়া ক্রিকেটার্স ক্লাব আপিল বিভাগে গেলে আজ সেটি শুনানিতে ওঠে এবং আদেশ স্থগিত হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক।
রিটে যেসব ক্লাবের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল তারা হলো—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।
দু্র্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিবেদনে এসব ক্লাবের তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													