বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ৯২৬ পয়েন্ট 

র‌্যাঙ্কিংয়ে অভিষেক শর্মার ইতিহাস

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২০:০৭, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২৯, ২ অক্টোবর ২০২৫

র‌্যাঙ্কিংয়ে অভিষেক শর্মার ইতিহাস

ভারতীয় ওপেনার অভিষেক শর্মা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ তালিকায় তিনি শীর্ষস্থান আরও শক্ত করেছেন এবং ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের দাভিদ মালানের ২০২০ সালের রেকর্ড। অভিষেকের রেটিং পয়েন্ট এখন ৯২৬, যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। মালানের আগের রেকর্ড ছিল ৯১৯।

এশিয়া কাপে ভারতের অপরাজিত শিরোপা জয়ের নেপথ্যে ছিল অভিষেকের বিধ্বংসী ব্যাটিং। বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসে ৫টি ছক্কা ও ৬টি চার হাঁকান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৩১ বলে ৬১ রানের ইনিংস। তবে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫ রানে আউট হন।

ব্যাটসম্যানদের তালিকা
দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট (৮৪৪ পয়েন্ট), তৃতীয় স্থানে ভারতের তিলক ভার্মা, চতুর্থ স্থানে ইংল্যান্ডের জস বাটলার। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে এবং কুসাল পেরেরা নবম স্থানে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের তালিকা
পাকিস্তানের সাইম আইয়ুব প্রথমবারের মতো অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের হার্দিক পান্ডিয়াকে (২৩৩) পেছনে ফেলেছেন। যদিও ব্যাট হাতে হতাশ করেছেন সাইম, তবে বল হাতে আলো ছড়িয়েছেন—বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ফলে বোলারদের তালিকায়ও ৫১ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে পৌঁছেছেন তিনি।

বোলারদের তালিকা
বোলারদের র‌্যাঙ্কিংয়ে ভারতের বরুন চক্রবর্তী শীর্ষে আছেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি দ্বিতীয়, অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা তৃতীয়। ভারতের কুলদিপ ইয়াদাভ ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ভারতের জসপ্রিত বুমরাহ দুজনেই ১২ ধাপ এগিয়ে যথাক্রমে ১৩তম (যৌথ) ও ২৯তম স্থানে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন