বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৮, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:০৫, ১ অক্টোবর ২০২৫
 
						
									বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে বড় ধাক্কা এসেছে। শেষ মুহূর্তে সাধারণ পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। তবে প্রত্যাহারের শেষ দিনে এসে তিনি মনোনয়নপত্র তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। তবে তামিম সকাল সাড়ে ১০টাতেই বিসিবি কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
শুধু তিনিই নন, তামিমপন্থী বেশ কয়েকজন ক্রিকেট সংগঠককেও এদিন বিসিবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারাও প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। ফলে এবারের নির্বাচন ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেট মহলে।
আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ। গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক, ক্লাব ক্যাটাগরি থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে আসবেন ১২ জন পরিচালক এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি থেকে ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।
মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই ঠিক হবে বিসিবির পরবর্তী সভাপতি। সেই প্রক্রিয়ায় তামিমের সরে দাঁড়ানো বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তামিম শুধু ব্যাট হাতে নয়, মাঠের বাইরেও ছিলেন আলোচনায়। এবার বোর্ড নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করাকে অনেকেই ক্রিকেট প্রশাসনে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													