‘জান্নাতের টিকিট বিক্রি’—ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানোর অভিযোগ সালাহউদ্দিন আহমদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৪, ১৪ নভেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত মৌনমিছিল পূর্ব সমাবেশে সরকারবিরোধী তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, দেশে এমন একটি রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা ধর্মীয় আবেগকে বাণিজ্যের পরিণত করে—“জান্নাতের টিকিট বিক্রি” নামক প্রচারণা দিয়ে ভোটের বৈতরণী পার হতে চায়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “ধর্মের নামে রাজনীতি করে নারীদের অন্দরমহলে বন্দি রাখতে চায় তারা। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে কোনো দেশ এগোতে পারে না।”
সালাহউদ্দিন বলেন, সারা দেশে নারী নির্যাতনের ঘটনাগুলোর সঠিক বিচার কখনোই প্রতিষ্ঠিত হয়নি। আইন কঠোর হলেও তা কার্যকর না হওয়ার কারণে ধর্ষক ও নির্যাতনকারীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে সক্ষম হচ্ছে।
তিনি বলেন, “কিছু ঘটনা ঘটলে আইন হয়, কিন্তু বাস্তবে তা প্রয়োগ হয় না। ফলে নারী নির্যাতনকারীরা শাস্তি এড়াতে পারছে।”
সম্প্রতি নারীর কর্মঘণ্টা কমানোর পক্ষে যে বক্তব্য এসেছে, তার তীব্র বিরোধিতা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন,
“কর্মঘণ্টা কমালে নারীদের চাকরি কমে যাবে। অফিস, কলকারখানা—কোথাও আর নারীকে নিয়োগ দিতে চাইবে না মালিকরা।”
শাহবাগে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন—নারীদের কর্মসংস্থান কি কমে যাওয়া উচিত? সমস্বরে ‘না’ উত্তর দিলে তিনি বলেন, যারা কর্মঘণ্টা কমানোর কথা বলছে তাদের উদ্দেশ্যই হলো নারীদের ঘরে বন্দি করে রাখা।
রাজশাহীর কাটাখালীতে ধানের শীষের প্রচারে অংশ নিতে গিয়ে দুই বিএনপি নারী নেত্রী নির্যাতনের শিকার হওয়া প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি—
“ধর্মের নামে রাজনীতি করা একটি গোষ্ঠী আমাদের বোনদের জুতা-পেটা করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষিকা মত প্রকাশ করায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, যা মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
বক্তব্যে তিনি বলেন—“বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ধর্ম, বর্ণ, ভাষা—সবাই মিলে আমরা বাংলাদেশি। সংবিধান অনুযায়ী সবাই সমান অধিকার ভোগ করব।”
তিনি আরও জানান যে, বিএনপি আগামীতে *৩১ দফা নীতিমালার ভিত্তিতে নারীর নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও মর্যাদা নিশ্চিত করতে আলাদা পরিকল্পনা প্রণয়ন করছে।
নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান। পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীনসহ আরও অনেকে।
সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে একটি মৌনমিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
