সিপিবির জাতীয় সমাবেশ শুরু, পরিবর্তনের ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪১, ১৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি: সমাজকাল
বাংলাদেশের বাম রাজনীতির পুরোনো ও ঐতিহ্যবাহী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) তাদের জাতীয় সমাবেশ শুরু করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীতে অনুষ্ঠিত এ সমাবেশে দেশজুড়ে ছড়িয়ে থাকা সংগঠনের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন।
সমাবেশের শুরুতে উদীচী শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক পরিবেশন করে।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও লেখক সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন প্রমুখ।
সমাবেশে সারাদেশের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতারা, তরুণ কর্মীরা এবং অতিথিরা অংশ নিচ্ছেন।
সমাবেশে চলমান রাজনৈতিক সংকট, শ্রমিক কৃষকের অধিকার, শিক্ষা সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক দিশা নিয়ে প্রস্তাবনা উত্থাপিত হবে।
দলীয় সূত্র জানায়, জাতীয় সমাবেশ উপলক্ষে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের রূপরেখা নির্ধারণ করা হবে। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ের জন্য সার্বিক বাম গণমানুষের প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হবে।
সমাবেশ শেষে একটি ঘোষণা ও কর্মসূচি প্রকাশ করার কথা রয়েছে।
