রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

আজ থেকে খালেদা জিয়ার নির্বাচনি প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৬, ১৪ নভেম্বর ২০২৫

আজ থেকে খালেদা জিয়ার নির্বাচনি প্রচারণা শুরু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া / ফাইল ছবি

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা। দিনাজপুর-৩ আসনে তার পক্ষে এই প্রচারণা করবে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় জেলা বিএনপি এই নির্বাচনী প্রচারণার ঘোষণা দেয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় জেলা বিএনপির পক্ষ থেকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়- ১. খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা। ২. প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ। ৩. কয়েক দিনের মধ্যে বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন।

এর আগে একই দিন জেলার প্যারাডাইস কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রাখা হয় এবং আনুষ্ঠানিকভাবে তার পক্ষে নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন— দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, বিশিষ্ট নাগরিক শাহ মবিন জিন্নাহ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, রবীন্দ্র সঙ্গীত সম্মীলন পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌসা রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী প্রমুখ।

১৭ বছর পর নির্বাচনে খালেদা জিয়া

১৭ বছর পর জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। আর এবারই প্রথম কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিএনপির হয়ে প্রার্থীতা করবেন খালেদা জিয়া। এগুলো হলো দিনাজপুর–৩, বগুড়া–৭ ও ফেনী–১। আর তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া–৬ আসন থেকে।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করেছিল। আর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া এতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ব্যাপক কারচুপির অভিযোগের কারণে এটি ‘রাতের ভোটের নির্বাচন’ বলেও পরিচিত। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি বয়কট করে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার নামে থাকা সব মামলায় তিনি উচ্চ আদালত থেকে খালাস পান। তারেক রহমানও তার নামে থাকা বিভিন্ন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাদের কোনো বাধা নেই।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র