গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব নয়, সংসদ গঠন জরুরি : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৪, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৩, ১৪ নভেম্বর ২০২৫
বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা যাবে না। এজন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের জন্য সংসদ গঠন অপরিহার্য।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, আর তাদের হাতে নারীরা নির্যাতিত হয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক হিসেবে আমাদের সমান অধিকার থাকতে হবে। আমাদের পরিচয় শুধু বাংলাদেশি, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন হবে না।
তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা তা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব জনগণ বিবেচনা করবে।
সালাহউদ্দিন আহমদ নারী নির্যাতন প্রসঙ্গে বলেন, বর্তমানে বা অতীতে যেসব নারী নির্যাতন ঘটেছে, তার কার্যকর প্রতিবাদ এখনও গড়ে ওঠেনি। কিছু আইন প্রণয়ন হলেও তা কার্যকর হয়নি। আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে নির্যাতনকারীরা ছাড় পায়। কোথাও আইনশৃঙ্খলা বাহিনী শক্ত আইনের অপব্যবহার করছে; সেদিকেও নজর রাখব।
সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করেন। সমাবেশে বক্তব্য দেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীন প্রমুখ।
