বিএনপি মহাসচিবের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৮, ১৩ নভেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বিএনপি নেতৃত্বের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। প্রায় এক ঘণ্টার এ আলোচনায় বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় হয় বলে বৈঠক শেষে জানা গেছে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকে বিএনপির মহাসচিব চলমান রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দলের অবস্থান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের আগে সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়গুলো রাষ্ট্রদূতকে অবহিত করেন। ফরাসি রাষ্ট্রদূতও বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, মানবাধিকার ও স্থিতিশীলতা বিষয়ে তার দেশের আগ্রহ ব্যক্ত করেন।
কূটনৈতিক মহলে দেখা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিরোধী দলগুলোর সক্রিয় যোগাযোগ বেড়েছে। নির্বাচনপূর্ব সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও স্পষ্ট।
