ফেসবুকে ব্যাগের ছবি দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৫, ১২ নভেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নিজের কারাজীবনের স্মৃতি ফেসবুকে শেয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১২ নভেম্বর) তিনি একটি ব্যাগের ছবি পোস্ট করে সেই সময়ের স্মৃতি ও শেখ হাসিনার শাসনামলের নির্যাতনের বিবরণ তুলে ধরেন।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, “আমার মেয়ে যখন ঢাকা জেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম। ব্যাগটা জেলের ভেতরে এক বন্দী বানিয়েছিল। তার কাছ থেকে কিনেছিলাম। জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কিনা—প্রশ্ন করা হয়নি ছেলেটাকে।”
তিনি লিখেছেন, গত পনেরো বছরে মিথ্যা মামলায় লাখ লাখ বিএনপি নেতা–কর্মী কারাভোগ করেছেন।
“আমার নিজের জেলার হাজার ছেলের জীবন শেষ হয়ে গেছে জেলে। আমি নিজেও আওয়ামী লীগের করা ১১০টির বেশি মিথ্যা মামলার আসামি ছিলাম। হত্যা মামলা থেকে শুরু করে ময়লার গাড়ি পোড়ানোর মামলা পর্যন্ত—সব মিথ্যা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম। কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়েছে,”—যোগ করেন তিনি।
ফখরুল আরও বলেন, “আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কীভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে। কারও শরীর জুড়ে দাগ, কারও ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। যারা মাঠের রাজনীতি করে না, তারা এই কষ্ট জানে না। কথা দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু ফ্যাসিজমের সামনে দাঁড়িয়ে জেলে যেতে পারে না সবাই।
পোস্টের শেষাংশে বিএনপি মহাসচিব শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবি জানিয়ে লেখেন, “প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনা ও তাঁর মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে। আমরা প্রতিশোধে নয়, ইনসাফে বিশ্বাস করি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।”
