মিথ্যা অভিযোগে বিচারের কাঠগড়ায় ইনু: জাসদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকার ‘মিথ্যা অভিযোগে’ মুক্তিযোদ্ধা ও দলের সভাপতি হাসানুল হক ইনুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একইসঙ্গে তার ‘বিচারিক হত্যার ষড়যন্ত্র’ প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) গণমাধ্যমে জাসদের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগঠক ও জয় বাংলা বাহিনীর উপপ্রধান, জাতীয় পতাকার অন্যতম রূপকার ইনুকে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ আয়োজনকে প্রতিহিংসামূলক করতে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর করা হয়েছে।’
জাসদের মতে, প্রকাশ্য রাজনৈতিক আলোচনা, গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ও ফোনালাপকে তথাকথিত প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে ৮টি অভিযোগ আনা হয়েছে। এর ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ মামলাটি আমলে নেয় এবং ২৯ সেপ্টেম্বর হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করে। জাসদের দাবি, এটি ইতিহাস বিকৃতির অপচেষ্টা এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চক্রান্ত।
‘পার্বত্য অঞ্চলে সহিংসতা ও এথনিক ক্লিনসিং’ বন্ধের দাবি
একই দিনে দেওয়া আরেক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে চলমান ‘সহিংসতা, ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের’ তীব্র নিন্দা জানিয়েছে জাসদ। দলটির অভিযোগ, ‘অতীতের মতো একই ধারা অনুসরণ করে আদিবাসী জনগোষ্ঠীর ওপর এথনিক ক্লিনসিং চালানো হচ্ছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’
জাসদ মনে করে, সরকার ও প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতার কারণে অপরাধীরা দুঃসাহসী হয়ে উঠেছে। তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত জুম্ম ও বাঙালি জনগণকে চিকিৎসা সহায়তা, ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
দলটি আরও একবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেছে—চুক্তি বাস্তবায়নই শান্তি ও সহাবস্থানের একমাত্র পথ।
