সিপিবির সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক রতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ কংগ্রেস শেষে বুধবার (২৪ সেপ্টেম্বর) ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। দুজনেই ছাত্র ইউনিয়ন থেকে উঠে আসা অভিজ্ঞ নেতা। সাজ্জাদ জহির চন্দন ৯০-এর দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং পরে কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুব ইউনিয়নের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন।
নতুন সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ।
এর আগে সিপিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক ছিলেন রুহিন হোসেন প্রিন্স। তাদের আগেও দীর্ঘ সময় নেতৃত্বে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ও সৈয়দ আবু জাফর আহমদ।
সিপিবির এই নতুন নেতৃত্ব দলকে আরও কার্যকর ও জনভিত্তিক করতে কাজ করবে বলে আশা করছে রাজনৈতিক মহল।