বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দিতে পারবেন: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৫, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৪৩, ১ অক্টোবর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত বাংলাদেশিরা আধুনিক প্রযুক্তির সহায়তায় আগামী নির্বাচন থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি একে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি “ঐতিহাসিক মাইলফলক” বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। সিইসি জানান, “পোস্টাল ভোট বিডি” নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রবাসী ভোটারদের মোবাইল ফোনে “পোস্টাল ভোট বিডি” অ্যাপ ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা দিতে হবে। এছাড়া ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পৌঁছে যাবে। ভোট দিয়ে সেই খাম পোস্ট অফিসে জমা দিলে তা যথাযথভাবে বাংলাদেশে পৌঁছে যাবে।
সিইসি বলেন, “যেমন একটি শিশু প্রথম পদক্ষেপ নেয়, এটিও আমাদের গণতান্ত্রিক যাত্রার প্রথম পদক্ষেপ। এবার প্রবাসীরা সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবেন।”
ভোট সংক্রান্ত নির্দেশনা “পোস্টাল ভোট বিডি” অ্যাপে ভিডিও আকারে পাওয়া যাবে। পাশাপাশি দূতাবাস, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও সরকারি গণমাধ্যম থেকেও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সিইসি মনে করেন, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির সঙ্গে জাতীয় নির্বাচনী প্রক্রিয়ার প্রত্যক্ষ সংযোগ তৈরি করবে।
তিনি আহ্বান জানান, প্রবাসীরা যেন সক্রিয়ভাবে রেজিস্ট্রেশন করে এই সুযোগ গ্রহণ করেন এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করেন।
