কবি আসাদ কাজলকে সংবর্ধনা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১২:০১, ২ নভেম্বর ২০২৫
						প্রফেসর মোহাম্মদ আলি,মোহাম্মদ আনোয়ার হোসেন, আসাদ কাজল, রেজা উদ্দিন স্টালিন
কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে তার জন্মভূমি নরসিংদীর মানুষ।
শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে নরসিংদী সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা।
প্রধান আলোচক ছিলেন নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলি, সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন ঘোষণা দেন—নরসিংদীতে একটি “সাহিত্য ভবন” প্রতিষ্ঠা করা হবে, যেখানে স্থানীয় সাহিত্যচর্চা ও সংস্কৃতিচর্চার জন্য থাকবে স্থায়ী জায়গা থাকবে।
কবি রেজাউদ্দিন স্টালিন জানান, নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি ভবন আধুনিকায়ন করা হবে এবং সেখানে “লাইব্রেরি ও সাহিত্য জোন” গড়ে তোলা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিল ‘সাহিত্যের সন্ধানে’ নরসিংদী জেলা কমিটি, যা কবি আসাদ সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সাহিত্য সংগঠন।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় সার্কিট হাউসে রাতের ভোজের মধ্য দিয়ে সংবর্ধনা কার্যক্রমের সমাপ্তি ঘটে।
