বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ছবি থেকে সরিয়ে দেন সালমান

রজতকে শেষমেষ কাজ দেন শাহরুখ-পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:৫৪, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৬, ১০ অক্টোবর ২০২৫

রজতকে শেষমেষ কাজ দেন শাহরুখ-পুত্র আরিয়ান

রজত বেদি-ফাইল ছবি

দীর্ঘ দিন ধরে বলিউডে আলোচনার বাইরে ছিলেন অভিনেতা রজত বেদি। খলনায়ক চরিত্রে এক সময় বলিউডে যেভাবে নিজের ছাপ ফেলেছিলেন, তা দর্শকদের মনে আজও তাজা। কিন্তু হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন তিনি। এবার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ দিয়ে ফের বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন রজত। এই সিরিজেই বিশেষ উপস্থিতি রেখেছেন ‘ভাইজান’ সালমান খান।

তবে রজতের ভাগ্যে এই কামব্যাক আসার আগেই ঘটেছিল এক বড় মোড়। জানা গেছে, সালমানেরই ছবিতে কাজ পাওয়ার পর শেষমেশ সেটি হারাতে হয়েছিল তাকে।

রজতের দাবি, তিনি সালমান খানের ‘রাধে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এবং সেটি গ্রহণও করেছিলেন। মুখেশ ছাবড়ার অফিস থেকে তাকে জানানো হয়, তিনি নির্বাচিত হয়েছেন। এরপর ছবির লেখকের সঙ্গে দেখা করেন রজত, তিনিও তার অভিনয়ে খুশি ছিলেন। রজতের বলেন, “আমি ভেবেছিলাম, এই ছবির মাধ্যমেই দুর্দান্ত এক কামব্যাক হবে।”

কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। একদিন সালমান নিজেই রজতের সঙ্গে দেখা করে বলেন, “রজত, তুমি একটু অপেক্ষা করো। আমি তোমাকে এমন একটা কামব্যাক দিতে চাই, যা ‘রাধে’র থেকেও বড় হবে।”

সালমান আরও বলেন, “তোমার উচ্চতা, চেহারা, ব্যক্তিত্ব—সবই দারুণ। তুমি নিজেকে দারুণভাবে মেইনটেইন করছ। আমি তোমাকে বড় সুযোগ দেব।”

রজত জানান, ‘ভাইজানের’ মুখে এমন প্রতিশ্রুতি শুনে তিনি কিছু বলতে পারেননি, শুধু চুপ করে মাথা নাড়েন।

রজত বেদি পরে এক সাক্ষাৎকারে বলেন, “রাধে ছবির জন্য প্রভু দেবা স্যারের মাধ্যমে আমাকে ডাকা হয়েছিল। সালমান ভাইও ছিলেন। তিনি সরাসরি বলেন, ‘এই ভূমিকাটা তোমার জন্য উপযুক্ত নয়।’ আমি হতাশ হয়েছিলাম, কিন্তু ভাই বলেছিলেন অপেক্ষা করতে। তার কথাতেই রাজি হয়েছিলাম।”

রজতের পরিবার এবং সেলিম খানের পরিবারের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। রজতের মতে, “আমার বাবা ও দাদা, সেলিম খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। তাই তাদের সঙ্গে কাজ করার সুযোগই আমার কাছে সম্মানের।”

যদিও ‘রাধে’ মিস হয়ে যায়, ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের হাত ধরে রজতের দারুণ প্রত্যাবর্তন ঘটেছে। এখানেও সালমান খান রয়েছেন বিশেষ উপস্থিতিতে। একসময় যে সুযোগ হারিয়েছিলেন, সেই ‘ভাইজান’-এর ছায়াতেই আবার বলিউডে ফিরলেন রজত বেদি—নতুন উদ্যমে, নতুন রূপে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন