এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:৪১, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:১৩, ১১ নভেম্বর ২০২৫
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পরপর ৫টি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে ৪টি ককটেল বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা ধাওয়া করে সন্দেহভাজন ৩ জনসহ ৫ জনকে আটক করে। তারা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে অপসারণের জন্য।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এ বিষয়ে বলেন, ‘রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্যে সন্দেহভারজন ৩ জনসহ ৫ জনকে এনসিপির নেতাকর্মীরা ধরে ফেলেছেন।’
তিনি আরও জানান, পরে পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপি কার্যালয়ের আশপাশে থাকা দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায়।
