পোল্যান্ডে ২৭ বছর ধরে ঘরে বন্দি এক নারী উদ্ধার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৩৭, ১৭ অক্টোবর ২০২৫

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর স্বিয়েতোখলোভিচে থেকে পাওয়া এক অকল্পনীয় ঘটনায় স্তব্ধ বিশ্ব। নিজের বাবা-মায়ের হাতে ২৭ বছর ধরে ঘরে বন্দি থাকার পর উদ্ধার হয়েছেন এক নারী, যার নাম মিরেলা।
১৯৯৮ সালে মাত্র ১৫ বছর বয়সে নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল তাকে। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়াবহ।বাবা-মা-ই তাকে তালাবদ্ধ করে রেখেছিলেন তাদের ফ্ল্যাটের ভেতর।
এ বছরের জুলাই মাসে প্রতিবেশীরা গভীর রাতে ঐ ফ্ল্যাট থেকে অস্বাভাবিক আওয়াজ শুনে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মিরেলাকে উদ্ধার করে—অত্যন্ত ক্লান্ত, ক্ষীণকায়, ও অপুষ্টিতে ভোগা অবস্থায়।
স্থানীয়রা জানায়, ‘আমরা একসময় মিরেলাকে সুস্থ-সবল এক কিশোরী হিসেবে চিনতাম। এখন তাকে দেখে মনে হচ্ছিল বুড়িয়ে যাওয়া এক বৃদ্ধা।’
প্রথমে মিরেলা ও তার মা পুলিশকে বলেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তারা মিরেলাকে হাসপাতালে পাঠান।
ডাক্তাররা জানান, তার শরীরে গুরুতর সংক্রমণ ও পচা ঘা ছিল—যে অবস্থায় কয়েকদিনের মধ্যেই মৃত্যু হতে পারত।
প্রতিবেশীদের প্রশ্নে বছর বছর মিরেলার বাবা-মা বলতেন, ‘সে নিখোঁজ। এভাবেই পুরো সমাজকে প্রতারণা করে গোপন বন্দিত্বের এই নিষ্ঠুর অধ্যায় চালিয়ে যান তারা।
এখন ৪২ বছর বয়সী মিরেলার শারীরিক ও মানসিক পুনর্বাসনের জন্য স্থানীয় বাসিন্দারা অর্থ সংগ্রহ শুরু করেছেন। তারা বলছেন, ‘এই নির্যাতন শুধু এক নারীর নয়, পুরো সমাজের বিবেকের ওপর আঘাত।’
সূত্র: এনডিটিভি