শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্যপদ চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:২৭, ১৭ অক্টোবর ২০২৫

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্যপদ চায় পাকিস্তান

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য হতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ অরেঞ্জেব বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চীনের উপ–অর্থমন্ত্রী লিয়াও মিন-এর সঙ্গে বৈঠকে এ সমর্থন আনুষ্ঠানিকভাবে চান।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অরেঞ্জেব চীনের বিনিয়োগকারীদের পাকিস্তানের কৃষি, খনিজ, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য স্বাগত জানান এবং ব্রিকসের ব্যাংকে সদস্যপদের জন্য বেইজিংয়ের আনুষ্ঠানিক সমর্থন চান।

ব্রিকসভুক্ত দেশ—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—গঠিত এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক উদীয়মান অর্থনীতির দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) ৫৮২ মিলিয়ন ডলারের মূলধন শেয়ার কেনার অনুমোদন দেয়, যার মধ্যে ১১৬ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত হয়।

২০২৪ সালের নভেম্বরে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ব্রিকসে সদস্যপদের আবেদনও করে।

বৈঠকে অরেঞ্জেব সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সম্পাদিত স্টাফ-লেভেল এগ্রিমেন্ট-এর বিষয়েও ব্রিফ করেন। তিনি জানান, এই চুক্তি পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির বৈদেশিক স্বীকৃতি।

এছাড়া চীনা বাজারে পাকিস্তানের ‘পান্ডা বন্ড’ ইস্যু প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও লিয়াও মিনকে অবহিত করেন এবং সুবিধাজনক সময়ে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

একই দিনে অরেঞ্জেব ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসম্যান ফ্রেঞ্চ হিল–এর সঙ্গেও বৈঠক করেন। তিনি যুক্তরাষ্ট্রের হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান।
এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, ফিনটেক খাতে ডিজিটালাইজেশন, খনিজ সম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই পাকিস্তান–যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতার নতুন ধাপে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন