শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে ভারত, আশঙ্কা পাকিস্তানের

প্রকাশ: ১৭:৫৮, ১৭ অক্টোবর ২০২৫

সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে ভারত, আশঙ্কা পাকিস্তানের

আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে নতুন করে উদ্বেগের সুর তুলেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন, এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত সীমান্তে ‘নোংরা খেলা’ শুরু করতে পারে। তিনি বলেন, পাকিস্তান এখন ‘দ্বিমুখী যুদ্ধ’-এর জন্যও প্রস্তুত।

স্থানীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন,“না, একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ভারতের উস্কানির প্রবল সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ‘সম্ভাব্য দ্বিমুখী যুদ্ধ’ মোকাবিলায় কৌশল ঠিক করা হয়েছে।

তিনি বলেন, “আমি প্রকাশ্যে সেসব নিয়ে কথা বলতে পারব না, তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত,”।

গত সপ্তাহে কাবুলে পাকিস্তানি বিমান হামলার পর থেকেই দুই দেশের সীমান্তে তীব্র সংঘাত শুরু হয়। আফগানিস্তান তীব্র প্রতিক্রিয়া জানালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলায় প্রাণহানি ঘটে। বুধবার ইসলামাবাদ ও কাবুল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও উত্তেজনা প্রশমিত হয়নি।

তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এই যুদ্ধবিরতি পাকিস্তানের পক্ষ থেকেই প্রস্তাবিত। তিনি বলেন, “আমরা কেবল তখনই যুদ্ধবিরতি মেনে চলব, যতক্ষণ না কেউ আগ্রাসন দেখায়,” 

পাকিস্তান অভিযোগ করছে, আফগান সীমান্তে তালিবানদের সংঘর্ষের নেপথ্যে ভারতের উস্কানি রয়েছে। খাজা আসিফ দাবি করেছেন, আফগান তালিবান আসলে ভারতের হয়ে “প্রক্সি যুদ্ধ” লড়ছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুল সরকার পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। এই গোষ্ঠীর প্রধান নুর ওয়ালি মেহসুদকে সাম্প্রতিক হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান।

তবে আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান প্রশাসন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। বরং কাবুলের পাল্টা অভিযোগ— পাকিস্তানই তাদের দেশে ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর স্থানীয় শাখাকে আশ্রয় দিচ্ছে, যা সীমান্তে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।

দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সীমান্তে উত্তেজনা বাড়ার মধ্যেই ভারতকে টেনে আনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা মনে করছেন, আফগান সংঘাতের সুযোগ নিয়ে ভারত যদি সীমান্তে কৌশলগত চাপ সৃষ্টি করে, তা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন