শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

পরিবেশ ও জলবায়ু

৯০ কোটি দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ে ঝুঁকিতে: জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:১২, ১৭ অক্টোবর ২০২৫

৯০ কোটি দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ে ঝুঁকিতে: জাতিসংঘের উদ্বেগ

বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ—অর্থাৎ প্রায় ৯০০ মিলিয়ন (৯০ কোটি) মানুষ—জলবায়ু পরিবর্তনের সরাসরি আঘাতে রয়েছে। জাতিসংঘ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই মানুষগুলো দারিদ্র্য ও জলবায়ু বিপর্যয়ের “দ্বৈত ও গভীর বৈষম্যমূলক বোঝা” বহন করছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপির ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং জু বলেন, “খরা, বন্যা, তাপপ্রবাহ ও বায়ুদূষণের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কেউই নিরাপদ নয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র জনগোষ্ঠী।”

তিনি আরও যোগ করেন, “আসন্ন কপ ৩০ জলবায়ু সম্মেলন (নভেম্বর, ব্রাজিল) হবে সেই সময়, যখন বিশ্বনেতাদের বুঝতে হবে—জলবায়ু পদক্ষেপই দারিদ্র্য হ্রাসের কার্যকর উপায়।”

জাতিসংঘ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্লেষণ করা ১০৯টি দেশের ৬.৩ বিলিয়ন মানুষের মধ্যে ১.১ বিলিয়ন মানুষ “তীব্র বহুমাত্রিক দারিদ্র্যে” ভুগছে।

এই দারিদ্র্য পরিমাপ করা হয় শিশুমৃত্যু, বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো সূচকে। এই জনগোষ্ঠীর অর্ধেকই শিশু।
উদাহরণ হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলিভিয়ার গুয়ারানি আদিবাসী সম্প্রদায়ের সদস্য রিকার্ডোকে। যিনি দৈনিক মজুরিতে কাজ করে ১৮ সদস্যের পরিবার নিয়ে একটি ছোট ঘরে থাকেন—যেখানে একটিমাত্র বাথরুম, কাঠের চুলা, আর কোনো শিশুই স্কুলে যায় না।“তাদের জীবন বহুমাত্রিক দারিদ্র্যের প্রতিচ্ছবি,” বলা হয়েছে প্রতিবেদনে।

আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় সর্বাধিক ঝুঁকি
সাহারা-দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য সবচেয়ে গভীর—আর এ অঞ্চলগুলোই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় আঘাতে পড়েছে।
প্রতিবেদনটি চারটি পরিবেশগত ঝুঁকি—তীব্র তাপ, খরা, বন্যা ও বায়ুদূষণ—এর সঙ্গে দারিদ্র্যের সম্পর্ক বিশ্লেষণ করেছে।

এতে বলা হয়, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোর বড় অংশ কৃষি ও অনানুষ্ঠানিক খাতে নির্ভরশীল—যা জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষেত্র।
যখন এসব দুর্যোগ একসাথে বা ধারাবাহিকভাবে আঘাত হানে, তখন তা পূর্বের দারিদ্র্যকে আরও গভীর করে তোলে।

অন্তত ৮৮৭ মিলিয়ন মানুষ (৭৯%) এক বা একাধিক জলবায়ু ঝুঁকির মুখে
৬০৮ মিলিয়ন মানুষ তীব্র তাপদাহে ক্ষতিগ্রস্ত
৫৭৭ মিলিয়ন মানুষ বায়ুদূষণের শিকার
৪৬৫ মিলিয়ন মানুষ বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত
২০৭ মিলিয়ন মানুষ খরার প্রভাবে আক্রান্ত
৬৫১ মিলিয়ন মানুষ অন্তত দুটি ঝুঁকির সম্মুখীন
১১ মিলিয়ন দরিদ্র মানুষ বছরে চারটি ঝুঁকির সবকটিই একসাথে ভোগ করেছেন

দক্ষিণ এশিয়ার উদ্বেগজনক অবস্থা
দক্ষিণ এশিয়া দারিদ্র্য হ্রাসে কিছু অগ্রগতি করলেও এখানকার ৯৯.১ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী অন্তত একটি জলবায়ু ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, “দক্ষিণ এশিয়াকে আবারও এমন একটি নতুন পথ নির্ধারণ করতে হবে, যা দারিদ্র্য হ্রাসের সঙ্গে সঙ্গে জলবায়ু পদক্ষেপকেও গুরুত্ব দেবে।”
জাতিসংঘের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, পৃথিবীর পৃষ্ঠের উষ্ণতা দ্রুত বাড়ছে—ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।বিশেষজ্ঞদের মতে, আজকের দরিদ্র দেশগুলোই আগামী দিনে জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

“বহুমাত্রিক সংকটে সাড়া দিতে হলে মানুষ ও পৃথিবী উভয়কেই অগ্রাধিকার দিতে হবে,” প্রতিবেদনে বলা হয়েছে। “সবচেয়ে জরুরি বিষয় হলো—সমস্যা স্বীকৃতি নয়, বরং এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া।”

সূত্র: ইউএনডিপি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন